প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছে যাতে তৃণমূল এবং গ্রামের জনগণ সরকারের সাফল্যের সুফল পেতে পারে
কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী আলী আজগার টগরের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে নাটুদাহ ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপির চেয়ারম্যান, সদসবৃন্দ ও দলীয় নেতাকর্মীদের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী আলী আজগার টগর প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথী এসময় করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় এবং সরকারি প্রণোদনা উপকার ভোগীদের মাঝে সুষ্ঠু ভাবে বন্টনের নির্দেশ প্রদান করেন। এসময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গরীব অসহায় ও দুস্থদের মাঝে যে প্রণোদনা দিবেন সেগুলো সুষ্ঠ ভাবে যেন বন্টন হয় সেদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগের
নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে এবং ভালো ভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছে যাতে তৃণমূল এবং গ্রামের জনগণ সরকারের সাফল্যের সুফল পেতে পারে। জনগণের জীবন মানের উন্নয়নই সরকারের লক্ষ্য। যাতে তারা খাদ্য, বাসস্থান, চিকিৎসাসেবা এবং শিক্ষাসহ সকল মৌলিক সুবিধাগুলো পেতে পারে। দেশের উন্নয়নের জন্যই শেখ হাসিনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সরকারের মূল লক্ষ্য দেশবাসীর ভাগ্য পরিবর্তন করা। এজন্য দলের প্রতিটি নেতা-কর্মীকে জাতির পিতার আদর্শ ধারণ করে চলতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে হবে। এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলি মুনছুর বাবু, মদনা – পারকৃষ্টপুর ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এসএম জাকারিয়া আলম, জেলা পরিষদের সদস্য ও নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর, আওয়ামী লীগনেতা আনোয়ার হোসেন, আব্দুল্লাহ, সাবেক প্যানেল চেয়ারম্যান কলিমউদ্দিন, আব্দুল কুদ্দুস মেম্বর, সুজাত আলী, শহিদুল মাস্টার, সেলিম খান, মোঃ নিহাজ, বুলবুল, সামসুল, ইউসুফ, বাহালুল, ইউপি সদস্য মনিরুল ইসলাম, আনিছুর রহমান, ছানারুল, শাহ আলম, মনিরুল, কেরামত আলী, খলিলুর রহমান, সাখাওয়াত, মোঃ বশির, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন, যুবলীগনেতা বুলবুল, ছাত্রলীগ নেতা লিমন খাঁন, লিংকন, লিজন শেখ প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ