অবশেষে নিজ দেশে ফিরলেন প্রেমের টানে বাংলাদেশে আসা মনিরা

স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরেছেন প্রেমের টানে বাংলাদেশে আসা যুবতী মনিরা খাতুন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের উপস্থিতিতে তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা চেকপোস্টের ইনচার্জ এসআই এসএম আব্দুল আলিম, দর্শনা থানার এসআই নীতিশ বিশ্বাস, দর্শনা বিজিবি চেকপোস্টের নায়েব সুবেদার আলাউদ্দিন ও মানবাধিকার কর্মী আতিয়ার রহমান। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার পরিদর্শক বাবিন মুখার্জি, গেদে চেকপোস্টের ইমিগ্রেশন অফিসার ইন্সপেক্টর সন্দীপ তিওয়ারি, গেদে আইসিপির কোম্পানি কমান্ডার সুনীল পায়েল, কৃষ্ণগঞ্জেরর ডিআইও স্বাধীন মন্ডল ও মানবাধিকার কর্মী চিত্ত রঞ্জন দে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২০২০ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে মনিরা খাতুনকে আটক করে বিজিবি। তিনি নদীয়া জেলার ধানতলা থানার চাঁদপুর গ্রামের আইয়ুব আলী বিশ্বাসের মেয়ে। ওই দিন রাতে মহেশপুর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিজিবি। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। দীর্ঘ তদন্ত শেষে গত ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দায়ের করে পুলিশ। পরে ওই বছর ১ এপ্রিল মনিরাকে ৩ মাসের আটকাদেশ দেন ঝিনাইদহ নারী ও শিশু আদালতের বিচারক। আইনী জটিলতায় দীর্ঘদিন আটক ছিলেন তিনি।

ভারতীয় নাগরিক মনিরা খাতুন জানান, বাংলাদেশের ময়মনসিংহের এক ছেলের প্রেমে পড়েছিলাম। ফেসবুকে আমাদের পরিচয় হয়। পরে ঝিনাইদহ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় আমাকে আটক করে বিজিবি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More