আইসিসির চেয়ারম্যান হবেন গাঙ্গুলি : স্মিথ তেমনই চান

মাথাভাঙ্গা মনিটর: আইসিসির চেয়ারম্যান হিসেব দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন ভারতের শশাঙ্ক মনোহর। আইসিসির নিয়ম অনুযায়ী, আরও এক মেয়াদে তার দায়িত্ব নেয়ার জন্য লড়াইয়ের সুযোগ আছে। কিন্তু মনোহর মধ্য জুনের নির্বাচনে আইসিসির চেয়ারম্যান হওয়ার জন্য লড়বেন না। এটাই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির নাম তুলে দিচ্ছে। করোনা পরবর্তী ক্রিকেটে আসতে যাচ্ছে বড় সংকট। ওই সংকট কাটিয়ে উঠতে সৌরভ গাঙ্গুলির মতো কাউকে দরকার। দক্ষিণ আফ্রিকর সাবেক অধিনায়ক এবং বর্তমান বোর্ড পরিচালক গ্রায়েম স্মিথ অন্তত তেমনই মনে করেন। আইসিসির বোর্ড অবশ্য এখনও চেয়ারম্যান নির্বাচনের জন্য নমিনেশন ঠিক করেনি। তারা তালিকা করার পর ওই তালিকার মধ্যে থেকে আগ্রহীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। আইসিসির নেতৃত্ব দেয়ার জন্য আইসিসির সাবেক অথবা বর্তমান পরিচালক তথা বোর্ড সভাপতি হিসেবে আইসিসির সভায় অংশ নেয়ারা যোগ্য বলে গণ্য হবেন।  বিসিসিআইয়ের সভাপতি হিসেবে গাঙ্গুলি গত মার্চে আইসিসির সভায় অংশ নিয়েছেন। মে’র ২৮ তারিখ আরও একটি বোর্ড মিটিং আছে। বোর্ড পরিচালকদের মধ্যে থেকে আইসিসি নমিনি ঠিক করে। একাধিক নমিনি থাকলে ভোট হয়। সৌরভ গাঙ্গুলিকে আইসিসির চেয়ারম্যান দেখতে চেয়ে গ্রায়েম স্মিথ মন্তব্য করেছেন, করোনার কারণে আইসিসির চেয়ারম্যান পদটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। করোনা পরবর্তী সবকিছু ঠিকঠাক পরিচালনা করতে আমাদের শক্ত নেতৃত্ব দরকার। সৌরভের মতো সাবেক ক্রিকেটারকে ওই পদে দেখা হবে দারুণ ব্যাপার।’ স্মিথের মতে, আইসিসির নেতৃত্ব আগেও খুবই গুরুত্বপূর্ণ ছিলো। কিন্তু এখন সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে তাই ওই পদের জন্য গাঙ্গুলি সেরা প্রার্থী। তার নেতৃত্বেই মাঠে আবার ক্রিকেট ফেরানো সম্ভব। বৃহস্পতিবার প্রোটিয়া বোর্ডের সভাপতি স্মিথ ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সফর নিয়ে গাঙ্গুলির সঙ্গে আলোচনা করেন। আলোচনা থেকে তারা ইতিবাচক সিদ্ধান্তে এসেছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More