ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটবে 

আলমডাঙ্গার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণকালে টোটন জোয়ার্দ্দার

ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে আলমডাঙ্গার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই সেøাগানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রবিউল হক ঝন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে। তিনি আরও বলেন, এক সময় মানুষ তিনবেলা ঠিকমত খেতে পারতো না, পেঁটের তাগিতে অভিভাবকেরা স্কুলে ভর্তি করতে চাইতো না, বর্তমান সরকার শিক্ষাখাতে নানান উন্নয়ন করাসহ রাস্তাঘাট, বিদ্যুৎ, বই খাতাসহ নারী-পুরুষের চাকুরী বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এবং শিক্ষা উপবৃত্তি প্রদান করছেন তখনই ছেলে মেয়েরা এমনিতেই স্কুল মুখি হচ্ছে। যার ফলে শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ পেয়ে মাঠে আসছে। বিদ্যালয় ভিত্তিক এ প্রতিযোগিতার মাধ্যমে ভাতৃত্ববোধ ও একে অন্যকে চেনার সুযোগ তৈরি হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ, খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসানুজ্জামান সরোয়ার। শুভেচ্ছা বক্তব্য রাখেন গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী আব্দুর রাজ্জাক। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হামিদুল হক সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক্তার আফসার উদ্দীন কলেজের প্রিন্সিপাল মাহবুল ইসলাম সেলিম, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষক মোশারফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,  সহসভাপতি তোহিদুল হক ফকা, রইস উদ্দীন মাষ্টার, দাঁতা সদস্য ফরিদ হোসেন, অভিভাবক সদস্য ও আওয়ামী লীগ নেতা কাউছার আলী বিশ্বাস, রাকিবুল হক, বিদু্যুৎসাহী সদস্য মোস্তাফিজুর রহমান বকুল, মহিলা অভিভাবক সদস্য সনিয়া জান্নাত, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইস্পিয়ারা খাতুন, ধর্মীয় শিক্ষক আশরাফ আলী, সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন, বেলাল হোসেন, তাজুল ইসলাম, মিয়া জাফর সাদিক, জান্নাতুল ফেরদৌস, শাহাবুদ্দীন, জামাল উদ্দীন, বিথি খাতুন, আদম শফি উদ্দীন, আব্দুল কুদ্দুস, তারিক হোসেন, নাহিদা খাতুন, মুনছুর আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুল হক টিটু, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম সাফে পমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিউদ্দীন টিটু। আলোচনা শেষে শিক্ষার্থীদের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More