স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে দুস্থ খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খানসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
পরে ৪৬ জন দুস্থ খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের হাতে সাত হাজার টাকা করে চেক তুলে দেন জেলা প্রশাসক। এ সময় জেলা ক্রীড়া সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আ. সালাম, টুটুল মোল্লা, নির্বাহী সদস্য হাফিজুর রহমান হাপু, মহসিন রেজা, খন্দকার টুটুল প্রমুখ।