চুয়াডাঙ্গায় নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মুজিব শতবর্ষ উপলক্ষে নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা যুবলীগের আয়োজনে ও ফার্মপাড়ার সুপার স্টার ক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার। আলোচনা সভায় তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও সব ধরনের খেলাধুলা বন্ধ ছিলো। বর্তমানে করোনার সংক্রমণ কমাতে সীমিত আকারে খেলাধুলার আয়োজন করা হচ্ছে। যেহেতু মুজিব শতবর্ষ উপলক্ষে আজকের এই খেলার আয়োজন সেহেতু সবারাই উচিৎ মুজিববর্ষে আরও বড় আকারে খেলাধুলার আয়োজন করা। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সর্ংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নির্বাহী সদস্য জীহাদ ই জুলফিকার টুটুল প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইফেন্স চুয়াডাঙ্গা ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল আকরাম, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সহসিন রেজা, হাফিজুর রহমান হাপু, জেলা যুবলীগের সদস্য আবুবক্কর সিদ্দিক আরিফ ও আজাদ আলী। এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পিরু, পলেন, আল ইমরান শুভ, বিপ্লব হোসেন, মামুদুর রহমান মাসুম, শাহি শেখ, ইউছুপ আলী, সুইট, রামিম হাসান সৈকত, রাসেল, পিয়াস, টুটুল, সিয়াম, বিপুল, লোকমান, নোমান, কবীর, সজল, সুমন, দিপুসহ আরও অনেকে। আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে ও আতোসবাজি ফুটিয়ে নাইট ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি নঈম হাসান জোয়ার্দ্দার খোলোয়াড়দের সাথে হাত মিলিয়ে তাদেরকে খেলার উৎসাহ দেন। নাউট ফুটবল টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহন কবরে। দলগুলো হলো শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল স্পোটিং ক্লাব, শেখ কামাল স্পোটিং ক্লাব, শেখ মনি ক্লাব ও ভিক্টোরিয়া ক্রীড়া চক্র। প্রথম দিন শেখ মনি ক্লাব ও ভিক্টোরিয়া ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ক্রীড়া চক্রের মধ্যে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ভিক্টোরিয়া ক্রীড়া চক্র ১-০ গোলে শেখ মনি ক্লাবকে পারজিত করে। খেলার প্রথমার্ধে ভিক্টোরিয়ার পক্ষে হিরক পেলান্টিতে গোলটি করে। দ্বিতীয় খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র ৩-১ গোলে শেখ জামাল ক্রীড়া চক্রকে পরাজিত করে। শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষে মনি ২ ও আরিফ ১ গোল করে এবং শেখ জামাল ক্রীড়া চক্রের পক্ষে ১ গোল করে কানন। খেলা পরিচালনা করে রেহান, তরু ও প্রান্ত।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More