স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর, জীবননগর উপজেলা নির্বাহী শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের এনডিসি সবুজ কুমার বসাক, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মাজহারুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শরিয়তউল্লাহ, ইন্সপেক্টর আব্দুল্লাহ আল-মামুন, চুয়াডাঙ্গা ডিএফএর সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন বিশ্বাস, নির্বাহী সদস্য নাসির আহাদ জোয়ার্দ্দার, খন্দকার টুটুল প্রমুখ। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতায় উদ্বোধনী দিনে জয়লাভ করে দামুড়হুদা উপজেলা ও আলমডাঙ্গা উপজেলা দল। উদ্বোধনী ম্যাচে দামুড়হুদা ৩-০ গোলে চুয়াডাঙ্গা সদর উপজেলাকে এবং দ্বিতীয় ম্যাচে আলমডাঙ্গা ১-০ গোলে জীবননগর উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। দামুড়হুদার পক্ষে গোল করেন হুজাইফা, সাঈদ ও ফারুক এবং আলমডাঙ্গার পক্ষে একমাত্র জয়সূচক গোল করেন সিফাত। আজ সকাল ৯টায় একই মাঠে ৪ উপজেলা দলের মধ্যে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। গতকালের ফুটবল ম্যাচ দুটি পরিচালনা করেন লিটা হক, রেজাউল হক রিজু ও রিয়ান।
পূর্ববর্তী পোস্ট
কুড়ুলগাছী ইউপি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বর্তমান চেয়ারম্যান ইনু
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ