চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

উদ্বোধনী দিনে বড় ব্যবধানে চুয়াডাঙ্গা সদরের জয়লাভ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল-অনূর্ধ্ব-১৭’র উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। হাফেজ ফারুক আহমেদের পবিত্র কোরআনে পাক থেকে তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথিদেরকে আসন গ্রহণ শেষে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। জেলা ক্রীড়া অফিসারের স্বাগত বক্তব্যের পর প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খানের প্রাণবন্ত উদ্বোধনী ঘোষণার আলোচনা পর্ব শেষ হয়। এরপর জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা এবং চার উপজেলা পরিষদের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে ফুটবল মাঠের মাঝখানে গিয়ে টুর্নামেন্টের লোগো খচিত ফেস্টুন-বেলুন উড্ডয়ন শ্বেত কবুতর অবমুক্ত করণ করা হয়। সবশেষে অতিথিগণ খেলোয়াড়দের সাথে পরিচিত পরিচিত হন এবং ফুটবলে কিক অফের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুু তারেক, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, এনডিসি জাকির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান, সাদাত হোসেন ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি রেজাউর হক জোয়ার্দ্দার রেজা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, সাবেক এএফসির ফুটবল কোচ সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন বিশ্বাস, নির্বাহী সদস্য নাসির আহাদ জোর্য়াদ্দার, নুরুন্নাহার কাকুলি, সদর উপজেলা দলের অফিসিয়াল প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক, সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, নাজির রাসেল আহম্মেদ, সাবেক ফুটবলার শহিদুল কদর জোর্য়াদ্দার, হ্যাজি, সোহেল প্রমুখ। উদ্বোধনী দিনে সদর উপজেলা বালিকা দল ৭-০ গোলে জীবননগর উপজেলা বালিকা দলকে পরাজিত করে শুভ সূচনা করে। একই মাঠে অনুষ্ঠিত বিকেলের বালক বিভাগের খেলাও ৪-০ গোলে জীবননগর উপজেলা দলকে পরাজিত করে সদর উপজেলা দল। বালিকা বিভাগে চুয়াডাঙ্গা সদরের পক্ষে বিথী ৪টি ও চানমতি ৩টি করে গোল করে। বালক বিভাগের খেলায় সদর উপজেলার পক্ষে ৪ গোলই করেন ইব্রাহীম। এ জয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া টিমের কোচ-ম্যানেজার ও খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন। টিমের কোচ ছিলেন ইসলাম রকিব ও ম্যানেজার ছিলেন নাসির আহাদ জোয়ার্দ্দার। উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More