চুয়াডাঙ্গা পৌরসভা একাদশকে এক উইকেটে হারিয়ে জেলা পুলিশ একাদশের জয়লাভ

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু এন.পি.এল ক্রিকেট লীগের তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে চুয়াডাঙ্গা পৌরসভা একাদশকে (শেখ মনি) ১ উইকেটে হারিয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ একাদশ (শেখ জামাল)। গতকাল দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে শেখ মনি (চুয়াডাঙ্গা পৌরসভা) একাদশ প্রথমে ব্যাটিং করার সিন্ধান্ত গ্রহণ করে। প্রথমে ব্যাটিং করে চুয়াডাঙ্গা পৌরসভা নির্ধারিত ১৫ ওভারে ১০৫ রান সংগ্রহ করে। জবাবে চুয়াডাঙ্গা জেলা পুলিশ একাদশ ১ বল বাকী থাকতে ৯ উইকেট হারিয়ে ১০৭ তুলে জয় নিশ্চিত করে। জেলা পুলিশের বির্পয়ের মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে মাঠে নেমে কন্সটেবল মেহেদী হাসান ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যান অব দি ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন। ম্যাচ শেষে আয়োজক প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন উপস্থিত থেকে কন্সটেবল মেহেদী হাসানের হাতে ম্যান অব দি ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নির্বাহী সদস্য দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসলাম রকিব, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও জেলা পুলিশ একাদশের সহকারী কোচ সদর থানা ওসি (তদন্ত) লুৎফুল কবীর। লীগ পর্বের ৩ ম্যাচে টানা দ্বিতীয় জয়ে জেলা পুলিশের প্রধান ও শেখ জামাল একাদশের অধিনায়ক পুলিশ সুপার জাহিদুল ইসলাম সকল খেলোয়াড়-কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
দিনের অপর ম্যাচে শেখ ফজলে নুর তাপস একাদশ ৪৩ রানে শেখ সজিব ওয়াজেদ জয় একাদশকে পরাজিত করে। শেখ শেখ ফজলে নুর তাপস একাদশের পক্ষে দলনায়ক রাতুল ৩৮ রান ও ২ উইকেট দখল করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। দলের সহ-অধিনায়ক ছিলেন মাসদুু-উর রহমান সোয়াদ। গতকালের খেলা দুটি পরিচালনা করেন শেখ মো. জেহাদী, রাজীর রাইয়ান, ফাহিম ও রাকু খান। আজ একই মাঠে সকাল ৯টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শেখ রেহেনা একাদশ ও শেখ সজিব ওয়াজেদ জয় একাদশ। দুপুর আড়াইটায় মুখোমুখি হবে চুয়াডাঙ্গা প্রেসক্লাব একাদশ (শেখ রাসেল) ও শেখ কামাল একাদশ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More