দর্শকশূন্য স্টেডিয়ামে আজ শুরু হবে ইংলিশ প্রেমিয়ার লিগ ফুটবল

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস সংক্রমণের কারণে বন্ধ হযে যাওয়া ইংলিশ প্রেমিয়ার লিগ ফুটবল তিন মাস পর আবারও বুধবার থেকে শুরু করা হবে। আর এসব খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। বিবিসি জানায়, বুধবার আছে দুটি খেলা: ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল এবং এ্যাস্টনভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড। খবরে বলা হয়, দর্শকশূন্য স্টেডিয়ামে এসব খেলা অনুষ্ঠিত হবে। ফুটবল ভক্তদের বাড়িতে বসেই যেহেতু খেলা দেখতে হবে তাই টিভি কভারেজে কিছু নতুন জিনিস দেখা যাবে এবার। টিভি দর্শকরা চাইলে খেলার সাথে কৃত্রিম গ্যালারির দর্শকের শব্দ যোগ করতে পারবেন। তবে খেলোয়াড়রা এমন কোন শব্দ শুনতে পাবেন না। খেলার টসের অডিও শোনা যাবে, থাকবে টানেল ক্যামেরা, এবং গোল হলে খেলোয়াড়দের উল্লাস উদযাপনের জন্য মাঠের কিছু ক্যামেরা নির্দিষ্ট করে রাখা হবে। এদিকে, খেলার মধ্যেও কিছু পরিবর্তন আসছে। খেলার দুই অর্ধেই মাঝামাঝি সময় ১ মিনিটের একটা ড্রিংকস ব্রেক থাকবে। দলগুলো ৯ জন বদলি খেলোয়াড় বসিয়ে রাখতে পারবে। ম্যানেজাররা পাঁচজন খেলোয়াড় রদবদল করতে পারবেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More