দামুড়হুদায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলে জুড়ানপুর ও পারকৃষ্ণপুর-মদনা ইউপি জয়ী

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ দুইটি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জুড়ানপুর বনাম কুড়–লগাছি ইউপির মধ্যে দিনের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরুতেই খেলোয়াড়দের বয়স পরীক্ষা করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা, আফরিন আক্তার হীরা ও সিনিয়র স্টাফ নার্স আবু বক্কর। বয়স পরীক্ষা-নিরীক্ষা শেষে শুরু হয় খেলা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জুড়ানপুর ইউপির ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় রোহানের দেয়া একমাত্র গোলে জুড়ানপুর ইউপি জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। বিকেল সাড়ে ৫টায় হাউলী ইউনিয়ন পরিষদ বনাম পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মধ্যে দিনের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই পারকৃষ্ণপুর-মদনা ইউপির ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় রিয়াজ ফিরতি বলে দূরন্ত এক শর্টে বল জালে জড়িয়ে দেয়। ফলে এক গোলে এগিয়ে যায় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন। খেলার বাকি সময় আর কোন গোল না হওয়ায় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদ ১-০ গোলে জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। খেলায় রেফারি ছিলেন সৈয়দ মাসুদুর রহমান, একরামুল হক নিপুন, ইউসুফ আলী ও শহিদ আজম সদু। ধারাভাষ্য দেন শিক্ষক মোস্তাফিজুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সস্পাদক দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম.নুরুন্নবী। সহযোগিতায় ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্মসস্পাদক সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল ও উপজেলা নির্বাহী অফিসারের নাজির ওমর ফারুক। মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, হাউলী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, দামুড়হুদা প্রেসক্লাবের অর্থ সস্পাদক শমশের আলী, সাবেক ফুটবলার আবুল হাশেম, জাকির হোসেন, তানভির আহমেদ সাগর প্রমুখ। আজ সোমবার বিকেলে একই মাঠে জুড়ানপুর (কাজলা) বনাম নতিপোতা (ভৈরব) ইউপির মধ্যে প্রথম সেমিফিাইনাল এবং পারকৃষ্ণপুর-মদনা (নবগঙ্গা) ইউপি বনাম দামুড়হুদা সদর (মাথাভাঙ্গা) ইউপির মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More