নামাজ পড়তে গিয়ে গুলিতে প্রাণ হারালেন ফুটবলার

মাথাভাঙ্গা মনিটর: করোনা ভাইরাসের কারণে বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে গেছে। বেশ কিছুদিন মাঠে খেলা নেই। বিশ্বের সব খেলোয়াড়রাই ঘরে বসে অলস সময় কাটাচ্ছেন। ঠিক সেই সময় ক্রীড়াঙ্গনে আসলো এক খারাপ খবর। ভালো খবর পাওয়া এখন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ফুটবল দুনিয়ার সেই বাজে পরিস্থিতির মধ্যে অনুরাগীরা পেলেন হৃদয় ভেঙে দেয়ার মতো আরো একটি খারাপ খবর। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন সোমালিয়ার সাবেক গোলরক্ষক আবদিওয়ালি ওলাদ কানিয়ারে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তারাবির নামাজ আদায় করতে মসজিদে গিয়ে ছিলেন তিনি। সেই পবিত্র স্থানেই ঘটে মর্মান্তিক এ হামলা। খবরটি নিশ্চিত করেছে সোমালি ফুটবল ফেডারেশন (এসএফএফ)। বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার থেকে কানিয়ারে অবসরে চলে যান ২০১৫ সালে। অবসর জীবনে যুব ফুটবলারদের গোলরক্ষক কোচ হিসেবে কাজ করে যাচ্ছিলেন ৩৯ বছরের সাবেক এই ফুটবলার। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) ‘বি’ লাইসেন্সধারী কোচ কানিয়ারে কাজ করতেন স্বদেশী এক ক্লাবে। রাজধানী মোগাদিসু থেকে ৩০ কিলোমিটার দূরে আফগোয়ির এক মসজিদে নিহত হন কানিয়ারে। ঘটনার পর দ্রুত পালিয়ে যায় অস্ত্রধারী দুর্বৃত্তরা।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More