বিশ্বকাপ ট্রফির সঙ্গে ঢাকায় আসছেন বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলারও

 

স্টাফ রিপোর্টার: ৮ জুন বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি। আকর্ষণীয় এই ট্রফির সঙ্গে থাকছে নানা আকর্ষণীয় বিষয়। এর মধ্যে অন্যতম বাংলাদেশে আসছেন একজন ফিফা লিজেন্ড। বিষয়টি আজ বিকেলে নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ক্রিস্টিয়ান কারেম্বু বাংলাদেশ সফর করবেন। তিনি ফ্রান্স জাতীয় দলের হয়ে ৫০টির বেশি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ১৯৯৮ বিশ্বকাপে কোয়ার্টার, সেমি ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন।  বিশ্বকাপ ট্রফি আগমন উপলক্ষ্যে বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘ফিফা থেকে আমাদের নিশ্চিত করেছে একজন ফিফা লিজেন্ড থাকবেন। ফিফার ট্রফি সফরে কমার্শিয়াল পার্টনার কোকাকোলার সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে। ট্রফি আগমন উপলক্ষ্যে সামনে আরো বিস্তারিত জানানো হবে।’ বাংলাদেশে ২০১৩ সালে বিশ্বকাপ ট্রফি এসেছিল। আট বছর পর আবার বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে আসছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More