স্টাফ রিপোর্টার: আগের দিন সংবাদ সম্মেলনে এসে বোলারদের প্রশংসা করেছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু অধিনায়কের কথার মান সেভাবে রাখতে পারলেন না বাংলাদেশ নারী দলের বোলাররা। আগে ব্যাট করে ৩১০ রানের বিশাল লক্ষ্য দিলো ইংল্যান্ড নারী দল, ওই লক্ষ্যে খেলতে নেমে ২০১ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশের মেয়েরা। নিউজিল্যান্ডের লিনক্লনে সোমবার টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ইংল্যান্ড। লউরেন উইলফিল্ড হিল ও টমি বিয়াওমোন্ট গড়েন ৮১ রানের জুটি। ৪৯ বলে ৩৮ রান করে ঋতু মণির বলে টমি সাজঘরে ফেরত গেলে এই জুটি ভেঙে যায়। ৪৩ বলে ৫৫ রান করে নাহিদা আক্তারের বলে আউট হন হিল। ইংলিশদের পক্ষে সেঞ্চুরি তুলে নেন ন্যাট সাইভার। ৯ চারে ১০১ বলে ১০৮ রান করা এই ব্যাটসম্যানকে বোল্ড করেন রুমানা আহমেদ। ৯ উইকেট হারিয়ে ৩১০ রান করে থামে ইংল্যান্ডের মেয়েরা। বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৪৯ রান দিয়ে ৩ উইকেট নেন নাহিদা আক্তার। জবাব দিতে নেমে বাংলাদেশের পক্ষে একাই লড়াই করেন শারমিন আক্তার। ইনিংসের শেষ ওভারে ১৩৭ বলে ৮১ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরত যান তিনি। ৩৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে শারমিন সুলতানার ব্যাটে। দুই বল বাকি থাকতেই ২০১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ