ভারতকে হারাতে পারলেই সেমির সুযোগ টাইগারদের

জিম্বাবুয়ে জয়ের সুখস্মৃতি ভারতের বিপক্ষে অনুপ্রেরণা

মাথাভাঙ্গা মনিটর: হোবার্ট থেকে সিডনি-ব্রিসবেন হয়ে এবার অ্যাডিলেড। সিডনি ও ব্রিসবেনের আবহাওয়া অনেকটাই বাংলাদেশের মতো। হোবার্টের হাড় কাঁপানো শীতের ছোঁয়া এবার অ্যাডিলেডে। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এখানে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বাংলাদেশ-ভারত ম্যাচের দিনেও। কন্ডিশন ক্রিকেটারদের জন্য বিরূপ হলেও প্রতিপক্ষ চেনা। গত কয়েক বছর বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই স্নায়ুযুদ্ধ। তার মোকাবিলা করতে প্রস্তুত অ্যাডিলেড এবং পার্থসহ সারা অস্ট্রেলিয়া থেকে আসা সমর্থকরাও। ম্যাচটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এই ম্যাচে জিতলে সেমিফাইনালে খেলার আশা বেড়ে যাবে। ম্যাচটি শুরু হবে বেলা ২টায়। বাংলাদেশ দল ব্রিসবেন থেকে অ্যাডিলেডে এসেছে একদিন আগে। ম্যাচের পর ভ্রমণক্লান্তির কথা মাথায় রেখে কাল ঐচ্ছিক অনুশীলন ছিলো বাংলাদেশ দলের। তবে কন্ডিশন বিরূপ হলেও জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের সুখস্মৃতি ভারতের বিপক্ষে চাপমুক্ত হয়ে খেলতে বাংলাদেশকে সাহায্য করতে পারে। দুদল বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছে ২০১৬ বিশ্বকাপে। তার রেশ রয়ে গেছে এখনো। বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ ম্যাচের তালিকায় বেঙ্গালুরুতে বাংলাদেশের এক রানে হেরে যাওয়া ম্যাচটি থাকবে। সেই ম্যাচে খেলেছেন দুদলের এমন একাধিক খেলোয়াড় অবসরে গেছেন। তবে শেষ ওভারের হিরো হার্দিক পান্ডিয়া এখন ভারত দলের আরও বড় ভরসা। সেই জেতা ম্যাচে বাংলাদেশকে হারানো মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম দলে নেই। এবার মুখোমুখি হওয়ার আগে দুদলের মধ্যে একটি বিষয়ে মিল। টুর্নামেন্টে দুদলই হেরেছে একমাত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে ভারত এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে মাত্র একটি টি ২০ তে হেরেছে। ব্রিসবেনের আবহাওয়া নিয়ে অনেকেরই রোমাঞ্চ রয়েছে। অ্যাডিলেডের আবহাওয়া অনুমেয়। একদিনে কতবার আবহাওয়ার ধরন পালটে যায় সেটা অ্যাডিলেডে গেলে বোঝা যায়। এই রোদ আবার বৃষ্টি, প্রচ- ঠান্ডা। তবে উইকেট না দেখতে পারায় হতাশ বাংলাদেশ দলেরর অধিনায়ক সাকিব আল হাসান। উইকেট কেমন আচরণ করবে, আগেরদিন তা দেখে নেয়ার সুযোগ পেল না বাংলাদেশ। অনুশীলন না থাকলেও ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব জানালেন কন্ডিশনের কথা। তিনি বলেন, ‘বৃষ্টি হচ্ছে, উইকেট দেখা যায়নি। তাই বলা মুশকিল কেমন হবে। আর পিচ দেখলেই যে বলা যাবে কেমন কন্ডিশন, কেমন উইকেটের চরিত্র, তাও নয়। খুবই কঠিন কন্ডিশন এখানে। খেলা শুরুর আগেও বলা কঠিন।’ পরিসংখ্যান বলছে বিগব্যাশে অ্যাডিলেডের উইকেটে প্রচুর রান হয়। বিশেষ করে রাতের ম্যাচে। প্রথম ইনিংসে এই মাঠের গড় রান ১৭০। অ্যাডিলেডে সুখস্মৃতি আছে দুদলেরই। ২০১৬ সালে এখানেই অস্ট্রেলিয়াকে টি-২০-তে ৩৭ রানে হারিয়েছিল ভারত। আর ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। ভারতে বিপক্ষে বরাবরই ভালো করেন পেসার তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ায় ফর্মে রয়েছেন তিনি। বাংলাদেশের দুই ম্যাচের জয়ের নায়ক তাসকিন। অ্যাডিলেডের উইকেটে আরও একবার ধারালো হওয়ার শান দিচ্ছেন। বাংলাদেশের ভয় সূর্যকুমার যাদবকে নিয়ে। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার একাই ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বাংলাদেশকে সমীহ করছেন। তিনি বলেন, ‘বাংলাদেশকে সমীহ করি। তারা খুব ভালো দল। সত্যি বলতে, এই ফরম্যাটে এবার বিশ্বকাপে কোনো দলকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More