মেসির টেস্ট, কোয়ারেন্টিনে রোনাল্ডো

করোনা আতঙ্কের মধ্যেই লা লিগা শুরুর দামামা বেজে উঠলো। ঘোষণা অনুযায়ী, কোভিড-১৯ টেস্ট করালেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক: করোনা আতঙ্কের মধ্যেই লা লিগা শুরুর দামামা বেজে উঠলো। ঘোষণা অনুযায়ী, কোভিড-১৯ টেস্ট করালেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। অন্যদিকে, সিরি এ’র প্রস্তুতি শুরু হয়েছে। অনুশীলন আরম্ভ করেছেন জুভেন্টাস ফুটবলাররা। তবে কোয়ারেন্টিনে আছেন দলের বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুধবার সকালে বার্সার জোয়ান গাম্পার ট্রেনিং গ্রাউন্ডে একে একে উপস্থিত হন ফুটবলাররা। আঁতোয়া গ্রিজম্যান, লুইস সুয়ারেজ, সার্জি রবার্তো, মার্ক আন্দ্রে টের স্টেগেনরাও আসেন। তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, মেসিসহ কাতালানদের একাধিক ফুটবলারের মুখে মাস্ক ছিল না। আর্তুরো ভিদালের মুখে অবশ্য তা ছিলো। তবে সেটা সাধারণ ধুলো প্রতিরোধী। কেনো তারা মাস্ক ও গ্লাভস পরেননি সেই ব্যাখ্যা দেয়নি ক্লাবটি। শুধু জানিয়েছে, ফিটনেস নিয়ে কাজ করছে তারা। এদিনই করোনা পরীক্ষা করাতে ভালদেবেবাস ট্রেনিং গ্রাউন্ডে হাজির হন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। আশ্চর্যজনক হচ্ছে, সার্জিও রা‌মোস, লুকা মডরিচ, ইডেন হ্যাজার্ডদের মুখেও মাস্ক ছিলো না। অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড়রাও একই দিন পরীক্ষা করান। তবে তাদের কোচ ডিয়েগো সিমিওনে ছিলেন মাস্কহীন। বার্সায় ২০ মিনিটের মধ্যেই সোয়াব নমুনা নেয়া হয়। কার্ডিওগ্রাম, বিএমআই পরীক্ষাও হয়। একই পন্থা অবলম্বন করা হয় অন্যান্য ফুটবলারদের ক্ষেত্রেও।

একাধিক সূত্র জানিয়েছে, খেলোয়াড়দের করোনা পরীক্ষা, ব্যক্তিগত ট্রেনিং, দলগত ট্রেনিংয়ের পরই পুরো স্কোয়াডকে অনুশীল করতে দেয়া হবে। সরকারের নিয়ম মানতে হবে কড়াকড়িভাবে। আয়োজকদের আশা, জুনের শুরু থেকেই ফের শুরু হবে লা লিগা। ৪২টি পেশাদার ক্লাবের প্রায় ২০০০ ফুটবলারের কোভিড-১৯ পরীক্ষা করাবেন তারা। তাদের ভাষ্য, মাত্র ২ শতাংশের ফল নেতিবাচক আসতে পারে। ওদের কোয়ারেন্টিনে রেখে বাকিদের ব্যক্তিগত ট্রেনিংয়ের সুযোগ দেয়া হবে। যদিও এইবারের মতো কিছু ক্লাব এখনই লিগ চালুর বিপক্ষে। জুভেন্টাসে আবার ভিন্ন চিত্র। স্বদেশ পর্তুগিজ ছেড়ে এরই মধ্যে তুরিনে পৌঁছেছেন রোনাল্ডো। ফেরার পর কনভয় করে নিজ বাসায় কোয়ারেন্টিনে গেছেন তিনি। ফিটনেস ঠিক রাখতে সেখানেই তার সব ব্যবস্থা করেছে ক্লাব।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More