অতিদ্রুতই এলাকাবাসী সার্বক্ষণিক সুপেয় পানি পাবে
চুয়াডাঙ্গায় হস্তচালিত গভীর নলকূপের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় হস্তচালিত গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩ টায় পৌর এলাকার ফার্মপাড়ার কদমতলার মোড়ে এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। জাপানিজ জাইকা প্রজেক্টের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় ১৩১২ ফুট গভীর হস্তচালিত এ নলকূপ স্থাপন হবে। নলকূপ স্থাপনের উদ্বোধনকালে মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, অত্র এলাকায় সুপেয় পানির একটা সঙ্কট ছিলো। আমরা এ সঙ্কট কাটিয়ে উঠার জন্য চেষ্টা করছি। আমি বার বার লিখে, নানা প্রজেক্ট নিয়ে চুয়াডাঙ্গা পৌরসভার জন্য নলকূপ স্থাপন করছি। পৌরবাসীর পানির কষ্ট হবে না। অতিদ্রুতই চুয়াডাঙ্গা পৌরবাসী সার্বক্ষণিক সুপেয় পানি পাবে। আমি চেষ্টা করছি, প্রত্যেক এলাকায় জনগণের সেবা আরও বৃদ্ধির জন্য।
তিনি আরো বলেন, লকডাউনের কারণে পৌরসভার বেশ কয়েকটি কাজ কিছুদিন বন্ধ ছিলো। বর্তমানে লকডাউন শিথিল করায় কাজ আবার শুরু করছি। সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে আমরা ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ করার নির্দেশনা দিচ্ছি। উন্নয়নমূলক কাজ এগিয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা পৌরসভার মানুষের সেবা দেয়ার জন্য নিরন্তর ছুটছি। ছুটে যাবো। মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু উপস্থিত সকলকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে আরও বলেন, করোনাভাইরাসের কারণে আতঙ্কিত হওয়া যাবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরতে হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ ফরিদ স্থাপিত নলকূপটির বিষয়ে উপস্থিত সকলকে বিস্তারিত জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শেখ ফরিদ, বাংলাদেশ জুয়েলারী সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রিপনুল হাসান রিপন, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালী খাতুন, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, সহকারী প্রকৌশলী (পানি) এ.এইচ.এম সাহিদুর রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ, সংশ্লিষ্ট ঠিকাদার এর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, পৌর ২ ও ৩ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিলন ও টোকন বিশ্বাস, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজাসহ ছাত্রলীগের সজল, ইসমাইল, হৃদয় ও স্থানীয় বাসিন্দাগণ।