আওয়ামী লীগের শান্তি ও বিএনপির বিভাগীয় সমাবেশ আজ

 

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির বিভাগীয় সমাবেশ আজ শনিবার। ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসের’ বিরুদ্ধে আওয়ামী লীগ রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরসহ বিভিন্ন বিভাগীয় শহরে শান্তি সমাবেশ করবে। আর ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ ও ১০ দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সাত জায়গায় সমাবেশ করবে বিএনপিসহ সমমনা দল ও জোট। সমাবেশ থেকে চলমান যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। অন্য ৯ সাংগঠনিক বিভাগেও সমাবেশ করবে বিএনপি। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ: আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজ বিকেল ৩টায় রাজধানীর কামরাঙ্গীরচরের ৩১ শয্যা হাসপাতাল মাঠে শান্তি সমাবেশ হবে। গতকাল শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেবেন।

বিএনপির সমাবেশ : বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় শুরু হবে বিএনপির সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারের কর্মসূচিতে ব্যাপক জমায়েত করতে চায় বিএনপি। এ জন্য কয়েক দিন ধরে ঢাকা মহানগর ও আশপাশের জেলায় প্রস্তুতি সভা করেছে তারা।

বিএনপির বাইরে গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে, ১২ দলীয় জোট বিজয়নগর পানির ট্যাংকের সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন প্রিতম ভবনের উল্টো দিকে সড়কে এবং গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেস ক্লাবের পশ্চিম দিকে সমাবেশ করবে। বেলা ১১টায় এসব সমাবেশ শুরু হবে। গণফোরাম ও পিপলস পার্টি যৌথভাবে মতিঝিলে নটর ডেম কলেজের উল্টো দিকের সড়কে বিকেল ৪টায় এবং এফডিসির কাছে এলডিপি বিকেল ৩টায় সমাবেশ করবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ ১০ দফা দাবিতে আমাদের যুগপৎ এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ।’ বিএনপির অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লায় (টাউন হল ময়দান) খন্দকার মোশাররফ হোসেন, রাজশাহীতে (সোনাদিঘীর মোড়) মির্জা আব্বাস, খুলনায় (সিটি করপোরেশনের সামনে সোসাইটি মোড়) গয়েশ্বর চন্দ্র রায়, বরিশালে (জেলা স্কুল মাঠ) আব্দুল মঈন খান, চট্টগ্রামে (মহানগর বিএনপি অফিসের সামনে) নজরুল ইসলাম খান, ময়মনসিংহে (পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ) আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিলেটে (রেজিস্ট্রার মাঠ) সেলিমা রহমান, ফরিদপুরে (কমলপুর হাইস্কুল মাঠ) বরকতউল্লা বুলু, রংপুরে (মহানগর বিএনপি অফিসের সামনে) মোহাম্মদ শাহজাহান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

অঘটন ঘটালে প্রতিহত: ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জিমনেসিয়ামে বেলা ১১টায় শান্তি সমাবেশ হবে। এতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, বিএনপি কোনো অঘটন ঘটানোর চেষ্টা করলে তা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে আওয়ামী লীগ। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টটিউট মাঠে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। গতকাল ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।

খুলনায় সমাবেশ : খুলনা নগরের শিববাড়ী মোড়ে বিকেল ৩টায় নগর আওয়ামী লীগ শান্তি সমাবেশ ও একই সময় শহীদ হাদিস পার্কসংলগ্ন কেসিসি মার্কেটের সামনে বিএনপি বিভাগীয় সমাবেশ করবে। খুলনা মহানগর আওয়ামী লীগ গত শুক্রবার বর্ধিত সভায় শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। সভায় দলের নগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, খুলনা আওয়ামী লীগের শান্তি সমাবেশকে জনসভায় পরিণত করে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে। বিএনপির নগর আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা বলেন, পুলিশ সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ও হয়রানি করছে।

রাজশাহীতে সমাবেশ: রাজশাহী নগরীর সোনাদিঘীর মোড়ে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। আওয়ামী লীগ সমাবেশ না করলেও মাঠে থাকবে বলে জানিয়েছে দলটি। সমাবেশ ঘিরে পুলিশের পক্ষ থেকে নানা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান নগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম।

রংপুরে সমাবেশ: রংপুর নগরের গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে দুপুর আড়াইটায় বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান বক্তা সাবেক সংসদ সদস্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। অন্যদিকে নগরের টাউন হল মাঠে বিকেল ৩টায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও মির্জা আজম।

চাপা উত্তেজনা : সিলেট নগরের রেজিস্ট্রি মাঠে দুপুর ২টায় বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। আর বিকেল ৩টায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। প্রায় একই সময় দুই দলের সমাবেশ হওয়ায় এ নিয়ে চাপা উত্তেজনা নগরজুড়ে। তবে মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী বলেন, ‘সিলেটের রাজনীতিতে সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। আমরা আশাবাদী এটা কেউ নষ্ট করার চেষ্টা করবে না।’ সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘পাল্টা নয়, বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ হবে।’

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More