আগামী জাতীয় নির্বাচনে ‘চমক’ দেখাবে ইসি

 

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত সব দলের অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) চমক দেখাতে চায় বলে জানিয়েছেন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। তবে তিনি জানান, সংবিধান সমুন্নত রেখেই পদক্ষেপ নেবে কমিশন।

বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রসঙ্গে আহসান হাবিব খান বলেন, ‘অনেক রাজনৈতিক দল সংলাপে আসেনি। নানা অভিযোগও করছে। আবার আগামী নির্বাচনে সব দল অংশ নেবে কি না- তেমন প্রশ্নও উঠছে। এসবের জবাবে আমি বলব, দেখুন না আমরা কী করি; কীভাবে হ্যান্ডেল করি। অপেক্ষা করুন। অবশ্যই চমক থাকবে।’

তিনি বলেন, ‘ইসিতে নিবন্ধিত ৩৯টি দলের জন্যই কাজ করছি আমরা। সঠিক পদক্ষেপটি প্রতিষ্ঠা করার জন্যই আমরা কাজ করছি। যে পদক্ষেপটা সবার জন্য মঙ্গল বয়ে আনবে সেটাই করব।’

রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে ইসি আহসান হাবিব বলেন, ‘আপনাদের বার বার বলছি, কোন কাজটা করতে হবে বলুন। কোন কাজটা ভুল করছি সেটাও বলতে বলছি আপনাদের। কিন্তু আপনারা সেসব ব্যাপারে কিছু বলছেন না।’

সব দল নির্বাচনে না আসতে চাইলে কী করবেন- এমন প্রশ্নের জবাবে এ কমিশনার বলেন, ‘সংবিধান সমুন্নত রাখতে হবে। সংবিধানে যা আছে, আমরা সেটাই করব। যারা (নির্বাচনে) আসছে না, তারা সবাই আমার প্রিয়। আমরা মনেপ্রাণে চাই তারা সবাই আসুক। এখন যদি আমরা ডাকতেই থাকি আর তারা যদি না আসে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? সেটাই আমরা করে দেখাব।’

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ‘এ পর্যন্ত আমরা ৭৯৩টি নির্বাচন ইভিএমে করেছি। সেসব ক্ষেত্রে অঘটন ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা কয়টা ঘটেছে? কারণ সেখানে লুটতরাজ করে লাভ হচ্ছে না।’

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More