স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গাসহ দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদ তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। প্রবাহমান দাবদাহ আরও কিছু এলাকায় বিস্তার করতে পারে। আবহাওয়া অধিদফতর এ পূর্বাভাস দিয়ে বলেছে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা অপরবির্তত থাকবে।
চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ পাশর্^বর্তী এলাকার আকাশে মেঘ রোদের লুকোচুরি ছিলো। গতকাল শুক্রবার মেঘের প্রভাব বেশি থাকলেও বৃষ্টি হয়নি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেতুঁলিয়ায় ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬ দশমিক ২ ও সর্বনিম্ন ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। যা উত্তর বঙ্গোপসাগার পর্যন্ত বিস্তৃত। আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাদারীপুর, সন্দ্বীপ, ফেনী, রাজশাহী, খুলনা বাগেরহাট, যশোর চুয়াডাঙ্গা এবং খেপুপাড়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। কিছু এলাকায় তাপ প্রবাহ বিস্তার লাভ করতে পারে। ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি বজ্রসহ বৃষ্টির প্রবাণতা রয়েছে।