একটি ফুল কুঁড়িতেই শেষ হয়ে গেলো রাসেল আর ফুটতে পারেনি

চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারাদেশে শেখ রাসেলের জন্মদিন পালিত : আলোচনাসভায় বক্তারা

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া, আলোচনাসভা ও কেককাটার মধ্যদিয়ে এ দিনটি উদযাপন করা হয়। আলোচনাসভায় বক্তারা বলেন, একটি ফুল কুঁড়িতেই শেষ হয়ে গেলো, রাসেল আর ফুটতে পারেনি। ১৯৭৫-এর ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে তাকে নির্মমভাবে চিরবিদায় নিতে হয়। এ ধরনের নৃশংস ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য সরকার শিশুদের জন্য ভবিষ্যৎ রচনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘প্রতিটি শিশু যথাযথ শিক্ষার মাধ্যমে আগামী দিনে দেশের কর্ণধার হবে, তারা সুন্দর জীবন কাটাবে, আমরা এ লক্ষ্য নিয়েই কাজ করছি।’ বক্তারা আরও বলেন, আমরা তার রুহের মাগফেরাত কামনা করি। পচাত্তরের শোককে শক্তিতে রুপান্তর করে দেশের উন্নয়নে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ শেখ রাসেল এখন বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভ বুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম।
চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের জন্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল রোববার রাতে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাহিস্ট্রেট ও অতিরক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ইয়াহ্ ইয়া খাঁন, অতিরক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও স্থানীয় সরকার উপ-পরিচালক জাহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ।
চুয়াডাঙ্গায় জেলা শাখার আয়োজনে যুবলীগের কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। সভায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান সভাপতিত্বে ও সদস্য হাফিজুর রহমান হাপুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর সিদ্দিক আরিফ, শরীফ হোসেন দুদু, অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ। এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পিরু মিয়া, শেখ শাহী, মাসুদুর রহমান মাসুম, বিপ্লব হোসেন, জুয়েল জোয়ার্দ্দার, লিটন, টিপু, রামীম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, তানভীর রেজা টুটুল, দিপু বিশ্বাস, শাওন রেজা কবীর, সজল আলী ও লুকমান। সভা শেষে দোয়া পরিচালনা করেন জাফরপুর জেলা স্টেডিয়াম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ওমর ফারুক। পরে নিজ হাতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন নঈম হাসান জোয়ার্দ্দার।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ শাহাপুর সানমুন ক্লাবে কুতুবপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম রানা। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আক্তার হোসেন রনি, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, ইন্তাদুল হক, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম নান্টু, আমজাদ হোসেন, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল মামুন, ২নং ওয়ার্ড সভাপতি কারি, রাইহান, রওশন, রুবেল হোসেন, আল আমিন, বাবুল আক্তার, মুস্তাক হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইমন হোসেন। দোয়া পরিচালনা করেন শাহাপুর ডাক্তারপাড়া জামে মসজিদের ঈমাম মাও. আলি আজম। অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্যদিয়ে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন করা হয়।
অপরদিকে পদ্মবিলা ইউনিয়ন যুবলীগ অফিসে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ন কবির (বনফুল)। উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন, খোকন মল্লিক, জাহাঙ্গীর, হারুন, সাংগঠনিক সম্পাদক বিপুল হোসেন, আবুল বাসার, আমান হোসেন, জাহাঙ্গীর আলম, অর্থ বিষয়ক সম্পাদক মমিন মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামুল হোসেন জান্টু। দোয়া পরিচালনা করেন সুবদিয়া কাচারিপাড়া জামে মসজিদের ঈমাম মাও. মজিবর রহমান।
বাড়াদী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার হারদী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে হারদী বাজার প্রাঙ্গণে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতা শেখ ইমতিয়াজ মিজান নিপ্পনের পরিচালনায় উপস্থিত ছিলেন ছাত্রলীগের লিংকন, হাবিব, দেলোয়ার, লিখন, আশা, হাডান, রানা, ইমন, শাকিল, চন্দন, পরশ, তন্ময়, পারভেজ, যুবলীগের শেখ শাহিনুর রহমান রুবেল, হাবিবুর রহমান রুবেল, কলিন, নাহিদ, মিন্টু, রবিন, তানভির, রফিকুল প্রমুখ। দোয়া মাহফিল, আলোচনাসভা ও কেক কাটার মধ্যদিয়ে শেষ হয় এ অনুষ্ঠান।
ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আলোচনা, দোয়া ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রুইথনপুর বাজারে যুবলীগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চিৎলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইনতাদুল হক। বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম মল্লিক, মন্জুরুল ইসলাম, ইমরান শাহ্, স্বজল খন্দকার, একরামুল হক, ইউসুফ মহুরী, আকরাম হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি মজিবুল হক, জিনারুল ইসলাম, লিটন আলী, মহাবুল হক, রাজু আহস্মেদ, শিপন হোসেন, মিলন হোসেন, সজিব হোসেন, বিপুল হোসেন, আকাশ, সাদ্দাম হোসেন, শাহীন আলী, সুরুজ মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগ নেতা সাইদুর রহমান।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদা ওল্ড টাউন কফি হাউজে কেক কাটা ও আলোচনাসভা করে দামুড়হুদা উপজেলা যুবলীগ। দামুড়হুদা উপজেলা যুবলীগের আয়োজনে হাউলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম ফকিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা ইমতিয়াজ হোসেন, মমিনুল হক মনির, উপজেলা যুবলীগ নেতা এসএম মহাসিন আলি, জাহাঙ্গীর হোসেন, মালেক ভূইয়া, বুলবুল আহম্মেদ, সুলতান, স্বপন, শাহীন, শরিফুল। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা হৃদয় আহম্মেদ, মামুন, সোহাগ, নাসিম, রিফাত, মিলন, মাসুম, পারভেজ প্রমুখ।
কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, কার্পাসডাঙ্গায় ইউনিয়ন যুবলীগ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচির নেতৃত্বে যুবলীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মখলেছুর রহমান রিপন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু বিশ্বাস, উপজেলা যুবলীগ নেতা হযরত, যুবলীগ নেতা আব্দুল কাদের হিরক, যুগ্মসম্পাদক রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন, দফতর সম্পাদক বখতিয়ার খলজি বকুল, যুবলীগ নেতা মজিদ, খুরশিদ আলম নান্নু, সিজার, মঞ্জুর রাশেদ তুহিন, মনি ফুরুই, ওমর ফারুক, জাফর, ওমিদুল, সবুজ, মাহফুজুর রহমান সোহাগ, চন্দন, জিহান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন, ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ, শেখ শাহিন, সজিব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি ফরিদুজ্জামান রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু আইন ছাত্র সংসদ নেতা ডিউক, রাসেল, ইমন, সাকিব, আলামিন, আহসান, মতিয়ার, আতিক, হৃদয়, জিতু, বাশার প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় পৌর হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এসময় পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান হিলন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান অপু, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব হাসান ডালিম, ইউনুস আলী, শেখ সারাফদ্দিন, সাইদুর রহমান উজ্জ্বলসহ যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে শেখ রাসেলের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনী পৌর আ.লীগের সাধারণ সম্পাদকের অফিসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আ.লীগ সভাপতি ছানোয়ার হোসেন বাবলু। স্বাগত বক্তব্য রাখেন পৌর আ.লীগ সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু। অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, গাংনী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক ও পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা তারিফুর রহমান জীবন ও আনোয়ার হোসেনসহ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে একটি র‌্যালি গাংনী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দো’আ মাহফিলে জাতির পিতা ও তার পরিবারের প্রয়াত সকল সদস্যর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More