এলপিজির দাম কমে ৯০৬ টাকা

বিশ্ববাজারে কমায় দেশে এলপিজির দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের দাম মূসকসহ ৯০৬ টাকা করা হয়েছে। এ মাসে এর দাম ছিল ৯৭৫ টাকা। নতুন দাম ১ মে থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই নতুন দাম ঘোষণা করে।
বিইআরসি’র নতুন এই আদেশ ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল। ভার্চুয়াল দর ঘোষণা অনুষ্ঠানে যুক্ত ছিলেন সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, বজলুর রহমান ও উপ-পরিচালক কামরুজ্জামান প্রমুখ। ইআরসির চেয়ারম্যান বলেন, দর ঘোষণার আদেশের ৮.৬ অনুচ্ছেদে সৌদি সিপি ভিত্তিতে প্রতিমাসে মূল্য সমন্বয় করার জন্য কমিটি করা হয়। কমিটি ২৫ এপ্রিল প্রতিবেদন দাখিল করে। এরপর ২৮ এপ্রিল ভার্চুয়াল শুনানি গ্রহণ করা হয়। গত ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপিজি গ্যাসের দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তি মূল্য অর্থাৎ গ্যাসের নীট মূল্য ধরা হয়েছে। সিপির দর উঠা-নামা করলে প্রতিমাসে নীট মূল্য সমন্বয় করা হবে। পরবর্তী গণশুনানি না হওয়া পর্যন্ত অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে ৷
মার্চে সৌদি সিপি (সৌদি আরামকো কন্ট্রাক্ট প্রাইস) ছিল যথাক্রমে প্রতি টন প্রোপেন বিউটেন ৬২৫ ও ৫৯৫ ডলার। সেই দর কমে চলতি মাসে (এপ্রিল) হয়েছে যথাক্রমে ৫৬০ ও ৫৩০ ইউএস ডলার। প্রোপেন ও বিউটেনে টন প্রতি ৫ হাজার ৫১২ টাকা দর কমেছে। গড়ে কেজি প্রতি প্রায় সাড়ে ৫ টাকা কমে গেছে। এলপিজির দাম কমে ৯০৬ টাকা

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More