এক দিনে ৯৪ জনের মৃত্যু হল করোনাভাইরাসে, যা নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১০ হাজারের বিষাদময় মাইলফলক ছাড়াল। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর গত ২৪ ঘণ্টায় ৯৪ জন কোভিড-১৯ রোগীর মৃত্যুর খবর দিয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮১ জন।
তবে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। শনাক্ত হয়েছে হয়েছে ৪ হাজার ১৯২ রোগী। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জন। একদিনে ৫ হাজার ৯১৫ জনের সেরে ওঠার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।