করোনায় আরও ৫৭ মৃত্যু, নতুন শনাক্ত ২১৭৭
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৫৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৫০ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২ হাজার ১৭৭ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ এসব তথ্য জানিয়ে বলা হয়, ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ২১ হাজার ৪৬ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্ত হার ১০ দশমিক ৩৪ শতাংশ। এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৮৮ জনের মৃত্যু হয়। ওইদিন নতুন শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৩৪১ জন, যা নমুনা পরীক্ষার বিবেচনায় ৯ দশমিক ৩৯ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৩২৫ জন সুস্থ হয়ে উঠেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা সাড়ে সাত লাখ পেরিয়ে যায় গত ২৭ এপ্রিল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্ত হওয়ার ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ২৫ এপ্রিল তা ১১ হাজার ছাড়িয়ে যায়। এরমধ্যে গত ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।