ছুটির দিনে সড়কে ঝরে গেলো ২৬ জনের প্রাণ

মাথাভাঙ্গা ডেস্ক: সাপ্তহিক ছুটির দিন শুক্রবার দেশের বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেট, বগুড়া, বরিশাল, ময়মনসিংহ, হবিগঞ্জ, ঝিনাইদহ ও শেরপুরে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিলেটে ৮জন, বগুড়ায় ৬জন, বরিশালে দুইজন, ময়মনসিংহে দুইজন, ঝিনাইদহ ৪জন, চুয়াডাঙ্গা একজন, হবিগঞ্জ একজন ও শেরপুরে একজন রয়েছেন।
সিলেট: সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৮জন নিহত হয়েছে। শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিলো। লন্ডন এক্সপ্রেস নামের বাসটি ঢাকা থেকে সিলেট আসছিলো। সকাল পৌনে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে একটি পেট্রলপাম্পের কাছে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৬জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে ১৬ জন সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সকাল সাতটার দিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সকাল সাতটার দিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত ব্যক্তিরা হলেন এনা পরিবহনের চালক সিলেটের ওসমানীনগরের মো. মঞ্জুর আলী (৩৮), বাসের সুপারভাইজার সুনামগঞ্জের জগন্নাথপুরের মো. সালমান খান (২৮), বাসের কর্মী ওসমানীনগরের জাহাঙ্গীর হোসেন (৩০), ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর সরাইলের মো. নুরুল আমিন (৫০), চিকিৎসক আল মাহমুদ ইমরান খান (৩৬), ঢাকার ওয়ারী এলাকার নাদিম আহমেদ সাগর (২০) ও সিলেট শহরতলির আখালিয়া এলাকার শাহ কামাল (৪৫) এবং সুনামগঞ্জের ছাতকের রহিমা বেগম (৩০)। নিহত লোকজনের মধ্যে নাদিম আহমেদ সাগর সকাল সাড়ে ৯টার দিকে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার ১১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এবং দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রহিমা বেগম মারা যান।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান (স্থানীয় নাম পাখি ভ্যান) উল্টে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর দুজন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার রায়লক্ষ্মীপুর গ্রামে খাসকররা ইউনিয়ন ভূমি কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম শিপন আলী (৩৫)। তিনি ওই ভ্যানের যাত্রী ছিলেন। আহত হয়েছেন শিপনের ছোট ভাই রিপন আলী (২০) ও ভ্যানচালক একরামুল কবীর (২৬)। শিপন ও রিপন উপজেলার আইলহাস ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। আর একরামুল একই গ্রামের কালু ম-লের ছেলে।
ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা নামক স্থানে তিন মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কোটচাঁদপুর পৌরসভাধীন দুধসর গ্রামের শিমুল বিশ্বাসের ছেলে সৌভিক বিশ্বাস (২৮), কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের জুয়েল হোসেনের ছেলে সোহেল হোসেন (২৭) ও আনোয়ার আলীর ছেলে আকরাম হোসেন (৪০)।
অপরদিকে, ঝিনাইদহের সুতিগ্রামে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে চন্দন দাস (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দুর্ঘটনা গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ারপর সাড়ে ৬টা দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চন্দন দাস সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের সুতিগ্রামের দাসপাড়ার রবেন দাসের ছেলে।
বগুড়া: বগুড়ার শাজাহানপুরে বাস-ট্রাক-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৬টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ইজিবাইকটি বাস ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
অপরদিকে দুপুর ২টায় বগুড়ার দুঁপচাচিয়া উপজেলার কৃষিগাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন মারা গেছেন। নিহতরা হলেন- উপজেলার বেলহালী গ্রামের ফজলুর রহমানের ছেলে মুক্তার হোসেন (৩৫) ও মুরগ্রামের আব্দুল কাদেরের ছেলে রবিউল ইসলাম (৩২)।
ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মেকিয়ারকান্দা বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খড়িয়া গ্রামের সাবির উদ্দিনের ছেলে জাহিদ হাসান রাসেল (২২) এবং বাঘবেড় গ্রামের কুতুব উদ্দিনের ছেলে শহিদুল কায়সার রনি (২৫)।
বরিশাল: বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসচাপায় এক অটোচালক নিহত হয়েছেন। সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর: সকালে শেরপুর পৌর শহরের চাপাতলি এলাকায় সার্কিট হাউজের সামনে ট্রাকচাপায় আমেনা পারভিন (৪০) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। আমেনা নূরে আলম সিদ্দিকের স্ত্রী ও পৌরসভার বাগরাকসা মহল্লার বাসিন্দা।
কক্সবাজার: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় পেছন থেকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত ও একজন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের বানিয়ারছড়ার মহেশখালী রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নেজামউদ্দিনের ছেলে মো. ছোটন (২২), কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জানিয়া এলাকার আমির হোসেনের ছেলে শামসুল আলম (২০)।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More