জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় দ্বিতীয় দফা লটারীর মাধ্যমে সরকারের বোরো ধান ক্রয়ের জন্য আরও ২৫৭ জন কৃষক নির্বাচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমানের উপস্থিতিতে উন্মুক্ত লটারীর মাধ্যমে এ কৃষক নির্বাচিত করা হয়। নির্বাচিত ২৫৭ জন কৃষক ২৬ টাকা কেজি দরে ১ টন করে ধান উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করবেন।
উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারী কালে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল খালেক প্রমূখ এসময় উপস্থিত ছিলেন। সরকারি সিদ্ধানের আলোকে জীবননগর উপজেলা খাদ্য অধিদপ্তর এবার এ উপজেলার কৃষকদের নিকট থেকে ১ হাজার ২৯ টন বোরো ধান সংগ্রহ করবে। এ লক্ষ্যে ৬ হাজার ১২ জন বোরো চাষির মধ্যে প্রথম দফায় উন্মুক্ত লটারীর মাধ্যমে ৭৭২ জন কৃষক নির্বাচিত করা হয়। গতকাল দ্বিতীয় দফায় এ তালিকা হতে আরও ২৫৭ জন কৃষককে নির্বাচন করা হলো। নির্বাচিত কৃষৃকগণ ২৬ টাকা কেজি দরে ১ হাজার ২৯ টন ধান উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করবে বলে জানা যায়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ