দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে চোখ রাখলেই দেখা মিলবে অসংখ্য কোমড় আর অবৈধ বাঁধ। ফলে বাঁধাগ্রস্ত হচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ। কিছু অসাধু ব্যক্তি শত শত কোমড় আর বাঁশের তৈরি বাঁধ নির্মাণ করে নদীর ¯্রােতকে বাধাঁগ্রস্ত করছে। চিকন সুতোর ফাঁদ পেতে শিকার করা হচ্ছে ছোটবড় সব ধরনের প্রাকৃতিক মাছ। উপজেলার বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্রই দেখা গেছে। সম্প্রতি দামুড়হুদার সুবলপুর ঘাটের অদূরে মাথাভাঙ্গা নদীর বুকে বিশাল এক বাঁধ নির্মাণ করে কয়েক অসাধু ব্যক্তি। এছাড়া দামুড়হুদা পুরাতন বাজারের নিচে, কেশবপুর বাঁকে, পুরাতন বাস্তপুরে, এবং সীমান্তবর্তী কামারপাড়ায় মাথাভাঙ্গা নদীতে নির্মাণ করা হয়েছে বেশকিছু অবৈধবাঁধ। বিষয়টি জানার পর দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন সুবলপুর ব্রিজের অদূরে নির্মাণ করা অবৈধ বাঁধটি অপসারণ করেন। তিনি জানান, নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা করতে অবৈধভাবে নির্মিত বাঁধটি অপসারণ করা হয়েছে। তবে বাঁধ নির্মাণকারীদের পাওয়া যায়নি। এ ধরনের জনবিরোধী কার্যক্রম থেকে এলাকাবাসীকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, পরবর্তীতে এ ধরনের অবৈধ বাঁধ নির্মাণ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ