দেশবাসীর নৌকা ছাড়া আর কোনো গতি নাই -প্রধানমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তার দল প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাওয়ায় দেশের মানুষের কাছে নৌকা ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি বলেন, ‘তারা (দেশবাসী) জানে নৌকা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক এবং নৌকা ছাড়া তাদের গতি নাই। কেননা আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে নিজের ভাগ্য গড়ার জন্য নয়, বরং অনেক মানুষের ভাগ্য গড়তে এবং জন্মলগ্ন থেকে সেই আদর্শ নিয়েই রাজনীতি করে যাচ্ছে।’ তিনি সবার অংশগ্রহণমূলক নির্বাচন বিষয়ে বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘নেতৃত্ব শূন্য কোনো দল নির্বাচন করবে আর জনগণ ভোট দেবে কী দেখে। ওই চোর, ঠকবাজ, এতিমের অর্থ আত্মসাতকারী অথবা খুন, অস্ত্র চোরাকারবারী, সাজাপ্রাপ্ত আসামি তাদেরকে জনগণ ভোট দেবে দেশ পরিচালনার জন্য? তারাতো তা দেবে না। বাংলাদেশের মানুষ এ ব্যাপারে যথেষ্ট সচেতন।’ বৃহস্পতিবার দলের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় কার্যালয় ২৩, বঙ্গবন্ধু এভেনিউয়ের মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়। শেখ হাসিনা বলেন, আমরা পদ্মা সেতু করেছি নিজেদের অর্থে অথচ এটা নিয়ে বিএনপি প্রশ্ন তোলে, যাদের আপাদমস্তক দুর্নীতিতে ভরা, তারা আবার প্রশ্ন তোলে কোন মুখে?

প্রধানমন্ত্রী বলেন, ওরাতো কিছুই করে যেতে পারেনি। জাতির পিতা তার প্রথম জাপান সফরে যে যমুনা সেতু করার উদ্যোগ নেন সেটা তাকে হত্যার পর ক্ষমতায় আসা জিয়াউর রহমান বন্ধ করে দেন। পরে এরশাদ ক্ষমতায় এসে আবার উদ্যোগ নেন সেতুটি করার। কিন্তু খালেদা জিয়া ক্ষমতায় আসার পর সেতুর কাজ খুব বেশি এগোতে পারেনি; কারণ সব জায়গায় তাদের ছিল কমিশন খাবার অভ্যাস। মায়ের জন্য, দুই ছেলের জন্য, অমুক-তমুককে ভাগে ভাগে দিতে দিতে সেখানে আর কেউ কাজ করতে পারতো না। ১৯৯৬ সালে সরকারে এসে আওয়ামী লীগ এই যমুনা সেতুর সঙ্গে রেল লাইন, বিদ্যুত ও গ্যাসের লাইন জুড়ে দিয়ে একে বহুমুখী করেছে। তার সরকার সে সময় বিশ্ব ব্যাংকের পরামর্শ না শুনে সেখানে যে রেললাইন সংযুক্ত করে পরবর্তীকালে সেটাই সব থেকে লাভজনক প্রতীয়মান হয়। যে কারণে নতুন একটি ডেডিকেটেড রেল সেতু করার জন্য তারা আবারো ফিরে আসে-বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্ব দানকারী সংগঠন আওয়ামী লীগ এদেশের পল্লী প্রকৃতি এবং মাটি ও মানুষের কল্যাণ যতটা উপলদ্ধি করতে পারে আর কেউ ততটা বুঝবে না। কারণ তাদের মনে এখনো রয়ে গেছে ‘পেয়ারা পাকিস্তান’। তাছাড়া জিয়া, খালেদা জিয়া কারো জন্মই বাংলাদেশে নয়। যেমনটি আমি এবং জাতির পিতা এই মাটিরই সন্তান।’ মাটির টানে, নাড়ির টানেই তারা এদেশের মানুষের ভাগ্য বিনির্মাণে কাজে লেগেছেন উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের আদর্শই হচ্ছে জনগণের সেবা করা।

চুয়াডাঙ্গায় সকাল সাড়ে ৬টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সমানে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃত্বিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও দলীয় পতাকা উত্তোলন করেন যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, ক্রীড়া সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, বন ও পরিবেশ সম্পাদক গোলাম মোস্তফা মাস্তার, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক গোলজার হোসেন পিন্টু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আবুল কালাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর জব্বার বাবু ও সাধারণ সম্পাদক সালাউদ্দীন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল হাসান বিট্টু ও সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার ও জিনারুল ইসলাম মালিক, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাজামাল মুন্সি ও সাধারণ সম্পাদক ইনতাজ আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজনুল হক পঁচা ও সাধারণ সম্পাদক এনামুল হক, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান তালু ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইন্তা, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহিবুল আলম লালু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, জাতীয় মহিলা সংস্থার সভাপতি রুকসানা নাবিলা ছন্দা, মহিলা নেত্রী রিনা খাতুন, শেফালি খাতুন, সাথী, কাজল রেখা, যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা গিণি ইসলাম, জেলা শ্রমিক লীগ সভাপতি আফজালুল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক রিপন মন্ডল, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহিদুর রহমান চন্দন, কৃষক লীগ নেতা মাসুদুর রশীদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এর সভাপতি সাবেক অধ্যক্ষ শাজাহান আলী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহাবুবুল হক সেলিম, জেলা যুব লীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা আব্দুল কাদের, সিরাজুল ইসলাম আসমান, শাকিল এজাজ টিপু টাইগার, হাফিজুর রহমান লাল্টু, গালিব, শেখ সেলিম, শেখ সোহেল, আব্দুস সালাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ও রেজাউল করিম, সাবেক সহ-সভাপতি সাহাবুল হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজ জোয়ার্দ্দার, বাপ্পী আহমেদ, মন্টা, ছাত্রলীগ নেতা হিমেল, রাজু আহমেদ, সোয়েব রিগান, সোহেল, রকি, রানা, টোকন জোয়ার্দ্দার, মিঠুন, রিওন, রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুল হক ও যুগ্ম-সাধারণ সম্পাদক হাবলুর রহমান, মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মোমিনপুর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অঙ্গ ও সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সরকারি কলেজ রোড থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইলহাস ইউপি চেয়ারম্যান অ্যাড আব্দুল মালেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা পদ্মবিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক মতিয়ার রহমান মতি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলন, সাধারণ সম্পাদক শেখ সামি তাপু, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমিন প্রমুখ। আলোচনাসভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা ক্বারী আক্তারুজ্জামান শান্তি।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আনন্দ শোভাযাত্রা ও সন্ধ্যায় আতশবাজি ফুটিয়ে ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, পৌর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান প্রমুখ। বেলা ১১টার দিকে সরকারি কলেজ থেকে উপজেলা, পৌর ও ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে আনন্দ শোভাযাত্রা বের করেন। আনন্দ শোভাযাত্রাটি স্বাধীনতা স্তম্ভ মোড় ঘুরে উপজেলা মঞ্চে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত আলোচনাসভায় পৌর আওয়ামী লীগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ কাজী রবিউল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, সাবেক ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মুহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, আওয়ামী লীগ নেতা অ্যাড. মোকলেছুর রহমান, পৌর কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম, জহুরুল ইসলাস স্বপন, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাইফুর রহমান পিন্টু, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, সাংগঠনিক সম্পাদক আবু মুসা, লাকচু, মহিলা বিষয়ক সম্পাদক ডালিম রানী, সাাবেক কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা শাহীন, কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল হক, যুগ্মসম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা কাজী চন্দন, আলম হোসেন, ইছানুর কবীর, রকি, সাকিব, অটল, সজীব, টিটন, রোমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, হাসানুজ্জামান হান্নান, হান্নান মাস্টার, মোল্লা কামরুজ্জামান শামিম, সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, আবু তাহের, রকিবুল ইসলাম, বিল্লাল গনি, সাজিবার রহমান, আব্দুর রাজ্জাক, মকবুল, বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, রাহাব উদ্দিন, আইনাল হক, পৌর আওয়ামী লীগের নির্বাহী সদস্য মহসিন কামাল, জহুরুল ইসলাম ঝন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা মহিলা নেত্রী সাহিদা ইসলাম, জেলা পরিষদের সদস্য কাজল রেখা, মহিলা লীগ নেত্রী মনিরা খাতুন, পপি, সুফিয়া খাতুন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের মধ্যে রেজাউল হক তবা, মাহবুব আলম, সিরাজুল ইসলাম, লাভলু, আক্তারুজ্জামান, দেলোয়ার মোল্লা, সোনা উল্লাহ, জাহাঙ্গীর হোসেন, সেলিম হোসেন, মোল্লা দেলোয়ার, কালু ঘোষ প্রমুখ। সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আতোশবাজি ও বিশাল এক কেক কেটে পালন করা হয়।

মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার জেহালায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় ৪ নেতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকেলে আলোচনাসভা, দোয়া ও ২০ পাউন্ড ওজনের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি হেলাল উদ্দিন, আনছার আলী মাস্টার, সাধারণ সম্পাদক জাহান আলী, সাংগঠনিক সম্পাদক মঈন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা টুকু, পিঞ্জিরা মেম্বার, মিনারুল, মিনাজ, আবু তাহের, আনিছুর, ইসতিয়াক, লিপন, মনছের, মিঠুন, শুকুর, রবিউল, শাকের আলী, আবুল কালাম, হাসেম, পয়সা, হাসান কবীর, সিরাজুল, গোলাম মাস্টার, লিপন মেম্বার, আমিরুল মেম্বার, আছের, তরিকুল, সন্টু ব্যাপারী, গোলাম রব্বানী, রতন, মিল্টন, মামুন, আরিফুল, সুমন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাস্টার।

দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সকাল ৮টায় অডিটোরিয়ামের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকেলে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ডাকবাংলো চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কেক কাটা হয়। আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আজিজুল হক, কৃষক লীগ সভাপতি রফিকুল ইসলাম, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক, নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, সাধারণ সম্পাদক রেজাউল করীম, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক আবু তালেব, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীন বগা, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মোমিনুল ইসলাম মনির, নূর আলম লাভলু, ধর্ম সস্পাদক শমশের আলী, দপ্তর সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক ফাকের মাস্টার, জসিম উদ্দীন, ইমতিয়াজ হোসেন, শাহজাহান আলী, তাহাজদ্দীন, আদিল হোসেন, মইদুল হক সেন্টু, জসিম উদ্দীন, শহিদুল মেম্বার, ইছা মেম্বার, সাইফুল মাস্টার, আনিছুজ্জামান, নুরুল মেম্বার, শামসুল মেম্বার, সুমন মেম্বার, কামরুল মেম্বার, আলিম মেম্বার, মুনছুর মেম্বার, উসমান আলী, মহাসিন আলী, আব্দুল করিম মেম্বার, নিশান তরফদার, দামুড়হুদা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হালিম ভুট্টু, সাধারণ সম্পাদক সাহেব আলী, যুবলীগ নেতা হযরত আলী, কামরুল ইসলাম মিত্তা, জমাত আলী, শাহিন, ভুট্টু, রকিবুল, উপজেলা মহিলালীগ নেত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সস্পাদক সাজু আহম্মেদ রিংকু, হাউলী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাসেল আহম্মেদ, যুগ্মআহবায়ক রায়হানুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ।

কুড়ুলগাছি প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কুড়–লগাছিতে এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সন্ধ্যা ৭টার সময় দলীয় কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠান এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কুড়–লগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে এক আলোচনাসভা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুড়–লগাছি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাসমত আলী, আ.লীগ নেতা রমযান আলী, লিয়াকত আলী, আবু ছিদ্দিক, রেজু আহম্মদ, তারিকুল ইসলাম, হারুন অর রশিদ, জুল ফিককার আলী জুলু, আশা, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, আব্দুল জলিল, ইনছান আলী, আসাদুল, আব্দুল খালেক, শমসের আলী, হারুন গোলজার, আব্দুল করিম শাহ, আমিনুল ইসলাম, নাজমুল হক এবের, সিরাজ, মাজহারুল ইসলাম, আব্দুল খালেক, মশিউর রহমান, লিটন, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী, মশিউর রহমান, শওকত আলী, কুড়–লগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপু, সাইদুর রহমান, আলমগীর, সুমন, তারিক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

দর্শনা অফিস জানিয়েছে,  দর্শনায় সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে বর্ণাঢ্য র‌্যালি ও সন্ধ্যায় দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দর্শনা পৌর আ.লীগের সহসভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে সভায় আলোচনা করেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা পৌর আ.লীগের যুগ্মসম্পাদক গোলাম ফারুক আরিফ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, কেরুজ শ্রমিক নেতা তৈয়ব আলী, এরশাদ আলী মাস্টার, ফরজ মল্লিক, জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সহসভাপতি সোলাইমান কবীর, সহসম্পাদক আব্দুল মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, ইকবাল হোসেন, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ।

আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, আন্দুলবাড়িয়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও এমপি হাজি আলী আজগার টগরের আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ইউনিয়ন পরিষদ কনফারেন্স হলরুমে এ আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম মোক্তার। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক এসএম আশরাফুজ্জামান টিপু, শেখ আতিয়ার রহমান, শেখ আসাবুল ইসলাম গোলাপ, শেখ রেজাউল ইসলাম রেজা, হাফিজুর রহমান, শেখ বিল্লাল হোসেন, এসএম নাসিম রেজা প্রমুখ। দোয়া পরিচালনা করেন মীরপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ নুরুজ্জামান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র সভাপতিত্বে (জুমের মাধ্যমে) আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, অ্যাড. ইয়ারুল ইসলাম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল মান্নান ছোট, যুগ্মসম্পাদক অ্যাড. এসএম ইব্রাহীম শাহীন, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আরা হীরা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারাদী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোমিনুল ইসলাম, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খম ইমতিয়াজ বিন হারুন জুয়েল, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাস্টার, আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান খোকন, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শহীদ সরফরাজ হোসেন মৃদুল, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আসিফ হোসেন আসিফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী।

এদিকে এর আগে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে একটি র‌্যালি বের করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, অ্যাড. ইয়ারুল ইসলাম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস র‌্যালির নেতৃত্ব দেন। র‌্যালিটি শহরের শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যের মধ্যে আমদাহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান খোকন, শাশ্বত নিপ্পন চক্রবর্তী, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শহীদ সরফরাজ হোসেন মৃদুল, নবগঠিত শ্যামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক মতিউর রহমান মতি, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, নবনির্বাচিত পৌর কাউন্সিলর রোকসানা কামাল, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, কলেজ ছাত্রলীগের সভাপতি আসিফ হোসেন আদিব, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এদিন দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক নবনির্বাচিত পৌর মেয়র মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় সেখানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্মআহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল। এ সময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মাহাবুব ডালিম, সাজেদুর রহমান সাজু, ইয়ানুচ আলী, উজ্জ্বল হোসেন, সারাফউদ্দিন প্রমুখ।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এদিন সকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র বাসভবনের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আবদুল মান্নান ছোট উপস্থিত থেকে পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে মেহেরপুর পৌর আওয়ামী লীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় সেখানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা অ্যাড. খন্দকার আবদুল মতিন, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাড. এসএম ইব্রাহীম শাহীন, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আরা হীরা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারাদি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোমিনুল ইসলাম, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাড. খম হারুন ইমতিয়াজ বিন জুয়েল, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, যুগ্মআহ্বায়ক শহীদ সরফরাজ হোসেন মৃদুল, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনীতে উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গাংনী বাসস্ট্যান্ডের শহীদ রেজাউল চত্বরে দিনের কর্মসূচির অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে গাংনী উপজেলা অডিটোরিয়ামে আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ও এমপি পত্মী লায়লা আরজুমান বানু শিলা, কাথুলী ইউনিয়ন আ.লীগের সভাপতি গোলজার হোসেন, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি মহাম্মদ আলী, রায়পুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সামসুজ্জামান মঙ্গল, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাসার, আনিছুজ্জামান লুইস, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা প্রমুখ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর মুজিবনগরে এ উপলক্ষ্যে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দিনের কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় মুজিবনগর মানচিত্র সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ নেতৃবৃন্দ। পরে সকাল সাড়ে ৯টায়  মুজিবনগর শেখ হাসিনা চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মোনাখালী ইউনিয়ন আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা, বাগোয়ান ইউনিয়ন আ.লীগের সভাপতি মুজিবুর রহমান মধু, দারিয়াপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মতিউর রহমান মতিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিব, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারন সম্পাদিকা তহমিনা খাতুন প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More