দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে মৃত্যুও বাড়ছে। টানা দুদিন করোনায় ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গেছেন ৩১ জন। একই সময়ে ১৩ হাজার ৫০১ জন নতুন করে শনাক্ত হয়েছেন। আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৮৩, মারা গেছেন ৩৪ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ৪৫ হাজার ৩৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৮ দশমিক ৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ১৬ জনের। এছাড়া খুলনা বিভাগে ৫ জন, রংপুর ও ময়মনসিংহে ৩ জন করে, চট্টগ্রামে ২ জন এবং রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই। মৃত ৩১ জনের মধ্যে ২৬ জন সরকারি হাসপাতালে এবং পাঁচজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন। মৃত ৩১ জনের মধ্যে পুরুষ ২২ জন এবং নারী ১১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৬৮ জন। ২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর থেকে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন। সংক্রমিতদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৩৯৪ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় মৃত ৩১ জনের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ছয়জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুজন। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন দুই হাজার ৫৭৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫২১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন চার লাখ ১৫ হাজার ৯৬৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৬১ হাজার ৬২৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৫৪ হাজার ৩৪১ জন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More