বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদ গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ

কমিশন ও মন্ত্রণালয় গঠনসহ সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি

স্টাফ রিপোর্টার: সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, অত্যাচার নির্যাতন ও অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দর্শনা ও জীবননগরে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার নির্যাতনের ঘটনার বিচার না হওয়ায় বারবার এর পুনরাবৃত্তি হচ্ছে। তাই অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনের পাশাপাশি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। বক্তারা আরও বলেন, যার যার ধর্ম তার তার ধর্মের প্রতি আঘাত করা কারো উচিত নয় ফ্রান্সে হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে যে ব্যঙ্গচিত্র প্রদর্শন হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানায়; কোনো ধর্মের প্রতি আঘাত মেনে নেয়া যায় না, এদেশ আমাদের সকলে,র আমরা সকলে মিলেমিশে এক সাথে বসবাস করবো। বিক্ষোভ সমাবেশে গুজব ছড়িয়ে হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ, নারী নির্যাতন, হিন্দু ছাত্রদের ছাত্রত্ব বাতিলের অপপ্রয়াস, অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকি, ধর্মপ্রাণ শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সভা সমাবেশে অন্য ধর্মের প্রতি অব্যাহত কটক্তির প্রতিবাদ ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি জানানো হয়।
চুয়াডাঙ্গায় গতকাল শনিবার সকাল ১০টায় শহরের চৌরাস্তা মোড়ের শহীদ হাসান চত্বরে ‘সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙালি জাগো’ প্রতিপাদ্যে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে তারা। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়ের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, সদর উপজেলা কমিটির সভাপতি গোবিন্দ চন্দ্র বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর শাখার সভাপতি বিধু রঞ্জন চাকী, সাধারণ সম্পাদক রাজেশ পাল, শুভেন্দু দেবনাথ শান্ত প্রমুখ।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই এ সেøাগান সমনে রেখে ধর্ম অবমাননা অপপ্রচার তুলে দিনাজপুর, পার্বতীপুর ও কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু এলাকায় আক্রমণ, অগ্নিসংযোগও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছেন আলমডাঙ্গার বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদ। গতকাল সনিবার বেলা ১০টায় আলমডাঙ্গা চারতলা মোড়ে এ অবস্থান ধর্মঘট পালন করেন। এ সময় বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রোনাথ দত্ত, পজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের সাধারণ সম্পাদক বিশ্বজিদ সাধু খা, বাংলাদেশ পুজা উদযাপন কমিটির পৌর সভাপতি পরিমল কুমার ঘোষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের পৌর সভাপতি লিপন কুমার বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের পৌর সাধারণ সম্পাদক পলাশ আচার্য, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নয়ন সরকার, বিদুৎ, রাজ কুমার অধিকারী, সুশান্ত সাহা, সমির সাহা, মদন সাহা, উৎপল দত্ত, প্রশান্ত শিহি, পবন অধিকারী, রাজ, বলই কর্মকার প্রমুখ।
দর্শনা অফিস জানিয়েছে, সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙালি জাগো এ সেøাগানকে প্রতিপাদ্য করে দর্শনায় বাংলাদেশ হিন্দু ঐক্যপরিষদের আয়োজনে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় দর্শনা প্রেসক্লাবের সামনে অনষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি উত্তম রঞ্জন দেবনাথ। আলোচনা করেন সাধারণ সম্পাদক জেমস নিমু ম-ল, ঐক্যপরিষদের নেতা সমীর কুমার সরকার, শ্রী দিপেন ঘোষ, সোভন দাস, বিপুল দাস, অজিত বিশ্বাস, সুকান্ত কুমার ঘোষ, নারায়ন চন্দ্র সরকার, শংঙ্কর বিশ্বাস, সরুপ কুমার দাস, বিকাশ কুমার সাহা প্রমুখ। বক্তারা দেশের সংখ্যালঘুরা অধিকার বঞ্চিত বলে দাবি করেন। তাদের অধিকার আদায়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। অনুষ্ঠনটি উপস্থাপনা করেন অনন্ত শান্তারা ম-ল।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার সকালে বাসস্ট্যান্ডের মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এ সময় ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার, সাম্প্রসাদায়িকতা রুখো, বীর বাঙালি জাগো সেøাগান দেয়া হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের জীবননগর উপজেলা সভাপতি রমেন বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নেতা সাংবাদিক নারায়ণ ভৌমিক, পুজা উদযাপন কমিটির সভাপতি বিজয় হালদার, সাধারণ সম্পাদক বাসুদেব রক্ষিত ও সাগর কুমার বিশ^াস প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রকম প্লে-কার্ড প্রদর্শন করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More