বিএনপির চক্রান্ত যে কোনো মূল্যে রুখে দিতে হবে : ইনু

 

কুষ্টিয়া প্রতিনিধি: অতীতে চরমভাবে ব্যর্থ বিএনপি জামায়াতের ক্ষমতা পুনঃদখলের খেলায় জনগণের কোনো ভাগ্য নেই এমন মন্তব্য করে জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ২৭ আর ১০ দফা দিয়ে বিএনপি আবারও সরাসরি ৭১, ৭৫ ও ২১ আগস্টের খুনিদের সাথে এক প্লেটে ভাত খাচ্ছে। এটা রাজনৈতিক বেয়াদবি, যা মেনে নেয়া যায় না। ইনু বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে বিএনপির এই চক্রান্ত যে কোনো মূল্যে রুখে দিতে হবে। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা অডিটোরিয়ামে জাসদের এক স্মরণসভায় যোগ দিয়ে বিএনপি জোট সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় ইনু আরো বলেন, বিএনপির ডানে রাজাকার, জামায়াত যুদ্ধাপরাধী আর বামে সুযোগ সন্ধানী কতিপয় দল জড়ো হচ্ছে। এরা কখন কোন দিকে যায় বোঝা যায় না। তবে কয়টা সুযোগ সন্ধানী দল যোগ হচ্ছে সেটা ব্যাপার না, জনগণ যোগ হচ্ছে কি-না সেটাই দেখার বিষয়। ইনু বলেন, জনগণ ভরসা করতে পারে, অর্থনৈতিকসহ যে ধরনেরই বৈশি^ক সংকট থাকুক না কেনো, বর্তমান সরকার জনগণকে রক্ষা করবে।

পরে মিরপুর উপজেলা জাসদের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তব্য রাখেন হাসানুল হক ইনু। এতে উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন-অর-রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দীন খাঁন, বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জাসদ কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস, উপজেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক কারশেদ আলম, হালসা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, পোড়াদহ কলেজের অধ্যক্ষ অন্নদা প্রসাদ মোহন্ত কার্তিক, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন, নওদা বহলবাড়ীয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জোহা, খাদিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জাতীয় যুবজোট কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি রেজাউল হক তুফান, সাধারণ সম্পাদক ডা. মাসুদ রানা প্রমুখ। এসময় দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More