বিএনপি’র পদযাত্রায় গণতন্ত্রের জয়যাত্রা: ফখরুল

 

স্টাফ রিপোর্টার: সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপি’র চলমান যুগপৎ আন্দোলনের মধ্যেই পদযাত্রা কর্মসূচি পালন করছে দলটি। সোমবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চলমান পদযাত্রার দ্বিতীয়দিনের কর্মসূচি পালন করেন বিএনপি’র নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই পদযাত্রায় অংশ নিয়েছেন হাজার হাজার নেতাকর্মী। পদযাত্রা কর্মসূচি শুরুর আগে যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের এই পদযাত্রা গণতন্ত্রের জয়যাত্রা, সভ্যতার জয়যাত্রা, মানুষের অধিকার আদায় করার জয়যাত্রা। এর মধ্যদিয়েই খালেদা জিয়াকে মুক্ত করবো, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো। তিনি বলেন, আওয়ামী লীগ এখন প্রমাদ গুনছে। তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তারা প্রতিদিন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তারা ১০ টাকা কেজিতে চাল খাওয়াবে বলেছিল। এখন সেই চালের দাম ৮০ টাকা। চাল, ডাল, লবণ, আটা সব কিছুর দাম কয়েকগুণ বেড়ে গেছে। এখন পুরান ঢাকা গ্যাস নেই। গোটা দেশে গ্যাস নেই। এই আওয়ামী লীগ সব গ্যাসও খেয়ে ফেলেছে। বিদ্যুতের দাম বাড়িয়েছে। প্রতিটি দ্রব্যের মূল্য বাড়িয়েছে। দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের পকেট কাটছে। আর সেই টাকা তারা লুট করে বিদেশে পাচার করছে।

আওয়ামী লীগ পালায় না রোববার রাজশাহীতে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এক এগারোতে গ্রেপ্তার হওয়ার পর কারা দেশ থেকে পালিয়েছিল, দেশের মানুষ সব জানে। কিন্তু ওই সময় পালাননি একজন, বেগম খালেদা জিয়া। তখন খালেদা জিয়া পরিষ্কারভাবে বলেছিলেন, বিদেশে আমার কোনো জায়গা নেই। এ দেশ আমার, মাটি আমার, আমার জন্ম এখানে। সুতরাং এসব কথা বলে লাভ নেই। কে কোথায় পালায়, কবে পালায়, কেমন করে পালায় দেশের মানুষ সবই জানে।

মির্জা ফখরুল বলেন, এখনও সময় আছে, পদত্যাগ করে বিদায় নিন। গত ১৪/১৫ বছর ধরে এদেশের মানুষের ওপরে যে অত্যাচার করছেন, সেই অত্যাচারে মানুষের পিঠ এমনভাবে দেয়ালে ঠেকে গেছে, এখন আপনারা আর কোনো রাস্তা খুঁজে পাবেন না।

ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আপনাদের কোনো দিকে পালানোর পথ নেই। পালাবার পথ খুঁজে পাবেন না। উত্তরে উত্তর পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর। কোনো দিকে পালাবার পথ নেই। এখনো সময় আছে, ১০ দফা দাবি মেনে নিয়ে মানে মানে পদত্যাগ করুন। সংসদ বাতিল করুন এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান আবার চালু করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে, নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে একটা নির্বাচন করুন। যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করতে পারবে, ভোট দিতে পারবে।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল আরও বলেন, আমাদের এমপি ছিলেন সাত্তার সাহেব (উকিল আবদুস সাত্তার ভূঁইয়া)। তিনি পদত্যাগ করলেন। তারপর ভুল করে যখন আবার নির্বাচন করতে গেলেন, তখন আমরা তাকে বহিষ্কার করলাম। এখন তাকে জেতানোর জন্য সব নীতিমালা ও নৈতিকতা বাদ দিয়ে আপনারা (আওয়ামী লীগ) আপনাদের প্রার্থীকে প্রত্যাহার করে নিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে প্রতিদ্বন্দ্বী ছিল, তাকেও দু’দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, গুম। মির্জা ফখরুল আরও বলেন, সাত্তারকে জেতানোর জন্য পুরো নির্বাচনব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে ফেলেছেন। আপনারা মাগুরার কথা বলেন। মাগুরার দাদা বানিয়ে ফেলেছেন ব্রাহ্মণবাড়িয়াকে। সুতরাং এ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না।

এ সময় মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় পদযাত্রা-পূর্ব সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, আজিজুল বারী হেলাল, মীর সরাফত আলী সপু, নবী উল্লাহ নবী, ইশরাক হোসেন, সাইফুল আলম নীরব, মীর নেওয়াজ আলী, হাবিবুর রশীদ হাবিব প্রমুখ। এদিকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বেলা ২টা ৫০ মিনিটে পদযাত্রা শুরু হয়। এতে নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পদযাত্রা কর্মসূচিটি যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে শ্যামপুর গিয়ে শেষ হয়। পদযাত্রা চলাকালীন সময়ে বিএনপি’র নেতাকর্মীরা সরকার বিরোধী সেøাগান দেন। এতে যাত্রাবাড়ী এলাকায় বেশ কয়েকটি সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। বিএনপি’র চলামান পদযাত্রার তৃতীয় দিনের কর্মসূচি মঙ্গলবার পালিত হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে আজ গাবতলী থেকে মাজার রোড হয়ে মিরপুর ১০নম্বর গোল চত্বর পর্যন্ত পদযাত্রা হবে। আগামী ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More