বিএনপি যতো খুশি গালি দিক কিছু করার নেই: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বিএনপি নেত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বলেছেন, ‘বিএনপি যে দাবি করছে, তা আইনের বইয়ে নেই। উনারা (বিএনপি) আমাকে যতো খুশি গালি দিতে পারেন। তাতে আমার কিছু আসে যায় না। আমি আইন মোতাবেক চলব।’ সংসদে পয়েন্ট অব অর্ডারে বৃহস্পতিবার বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
জিএম সিরাজ তার দলের নেত্রীকে দু-একদিনের মধ্যে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। তা না হলে সংসদ থেকে পদত্যাগ করারও হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আমাদের দলীয় সিদ্ধান্ত এমনও হতে পারে, ম্যাডামের যদি চরম অবস্থা চলে যায়, তাহলে হয়তো এই পার্লামেন্টে আমাদের থাকা সম্ভব নাও হতে পারে। সিরাজ প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন, ‘মানবিক কারণে খালেদা জিয়াকে দু-একদিনের মধ্যে জামিন দিয়ে বিদেশ পাঠানো হোক। না হলে কিছু একটা হয়ে গেলে এর দায়ভার সারাজীবন আওয়ামী লীগকে বহন করতে হবে।’
জিএম সিরাজের এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। স্পিকার তাদের শান্ত করার চেষ্টা করেন। পরে আইনমন্ত্রী বলেন, ‘আইনের অবস্থান অত্যন্ত স্পষ্ট। মানবিক কারণে দ-প্রাপ্ত খালেদা জিয়াকে সাজা স্থগিত রেখে ছয় মাস পরে বাড়ানো হয়েছে।’
চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমি তা দেখিয়েছি যে বাংলাদেশের আইনের বইয়ে এটা নেই। উনারা যদি এটা দেখাতে পারেন, তাহলে তো আমরা এটা বিবেচনা করতে পারি। কিন্তু এটা আইনের বইয়ে নাই। উনারাও দেখাতে পারবেন না, বিবেচনার প্রশ্ন আসে না।’ সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে তার এই বক্তব্যে সমর্থন দেন।
আইনমন্ত্রী বলেন, ‘২০০৭-০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদেশ যেতে দেওয়া হয়েছে, এটা অসত্য। প্রধানমন্ত্রী কখনো সাজাপ্রাপ্ত হননি। আ স ম আবদুর রবকে যখন পাঠানো হয়েছিল তখন দেশে ছিল মার্শাল ল’। মাশাল ল’র ধারা ফৌজদারি কার্যবিধির ধারার সঙ্গে চলে না। উনারা যথেচ্ছা করেছেন। আজকে আইনের শাসন যেখানে আছে, সেখানে আমি যথেচ্ছা করতে পারি না। এটা হচ্ছে প্রকৃত ঘটনা।’
খালেদা জিয়াকে ‘সঠিকভাবে’ চিকিৎসা দেয়া হচ্ছে মন্তব্য করে আনিসুল হক বলেন, ‘একজন সাজাপ্রাপ্ত ৪০১ ধারায় কোনো সুযোগ নেই নিষ্পত্তিকৃত আবেদন আবার বিবেচনা করার।’

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More