নড়াইল সদর পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না … রাজিউন)। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মেয়রের চাচাতো বোন শাহিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। পৌরসভার সাবেক মেয়র ও কাউন্সিলরের দায়িত্ব পালন করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, ১৬ নভেম্বর জাহাঙ্গীর বিশ্বাসের ডেঙ্গু ধরা পড়ে। এর পর ১৭ নভেম্বর রাতে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৮ নভেম্বর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় পাঠানো হয়।
জাহাঙ্গীর বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু। তার মরহুমের মৃত্যুতে গভীর শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ