টিকা নিয়ে ৪৯০ জনের মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন দুই লাখ ৬৯ হাজার দুজন। এদের মধ্যে মাত্র ৩৫ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে তাদের সামান্য জ্বর, টিকা দেয়া স্থানে লাল হাওয়ার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত টিকা নিয়েছেন ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩জন। এদের মধ্যে মোট ৪৯০ জনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। গতকাল মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন দুই লাখ ৬৯ হাজার দুজন। এদের মধ্যে পুরুষ এক লাখ ৪৯ হাজার ৮৯২ জন এবং নারী ৭৮ হাজার ১০জন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিভাগে ৭২ হাজার ৭৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯ হাজার ৮৭২, চট্টগ্রাম বিভাগে ৪৯ হাজার, রাজশাহী বিভাগে ২৪ হাজার ৯২০, রংপুর বিভাগে ২০ হাজার ৮১১, খুলনা বিভাগে ২৫ হাজার ২৬, বরিশাল বিভাগে ১২ হাজার ১৩৬ ও সিলেট বিভাগে ১২ হাজার ৩৯৮ জন টিকা নিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেয়া হয় ২৬ জনকে। করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেয়া হয়। ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়। এই দিনে সারাদেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন এবং নারী সাত হাজার ৩০৩জন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More