অপরাধ দমনে নিয়মিত পুলিশি টহল অব্যাহত রাখতে হবে

চুয়াডাঙ্গায় পুলিশ অফিস পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পুলিশ অফিস পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম) মো. নজরুল ইসলাম, বিপিএম, পিপিএম। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা পুলিশ অফিস, সদর সার্কেল অফিস ও সদর থানা পরিদর্শন করেন তিনি। সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ অফিসের হিসাব শাখার প্রথম ষন্মাসিক পরিদর্শন শেষে চুয়াডাঙ্গা সদর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলাম সদর থানায় উপস্থিত হলে ওসি মোহাম্মদ মহসীন (পিপিএম) ফুলেল শুভেচ্ছা জানান। চুয়াডাঙ্গা সদর থানা পরিদর্শন শেষে বিকেলে চুয়াডাঙ্গা সদর সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। তিনি অফিসের দাপ্তরিক কার্যক্রম পরিদর্শনকালে সন্তোষ প্রকাশ করে অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলাম বলেন, অপরাধ দমনে নিয়মিতভাবে পুলিশি টহল অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সকলকে পেশাদারিত্বের মাধ্যমে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পরামর্শ দেন। তিনি আরও বলেন, সাইবার অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে নিয়মিত সাইবার পেট্রোলিং জোরদার করতে হবে। বিট পুলিশিং সিস্টেম পুলিশকে জনগণের আরও কাছে যাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। যা কাজে লাগিয়ে প্রকৃত পক্ষেই জনগনের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। পরিদর্শনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, (বিপিএম সেবা), অতিরিক্ত পুলিশ সুপার সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অফিসার ফোর্সগণ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More