চুয়াডাঙ্গাবাসীর ভালোবাসায় ঋণী এমপি ছেলুন জোয়ার্দ্দার চাইলেন সকলের দোয়া

চিকিৎসা শেষে দীর্ঘ তিনমাস পর নিজ এলাকায় ফেরার পথে বদরগঞ্জে বিশাল গণসংবর্ধনা

সরোজগঞ্জ প্রতিনিধি: চিকিৎসা শেষে দীর্ঘ তিন মাস পর নিজ এলাকা চুয়াডাঙ্গায় ফিরলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল মঙ্গলবার দুপুরে জেলার প্রবেশদ্বার বদরগঞ্জ বাজার থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তিনি নিজ এলাকায় ফেরেন। এর আগে যশোর বিমানবন্দর থেকে সড়কপথে রওনা হন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে বদরগঞ্জ বাজারে পৌঁছুলে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এমপি ছেলুন জোয়ার্দ্দারকে গণসংবর্ধনা দেয়া হয়।

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, ‘আমি চুয়াডাঙ্গাবাসীর ভালোবাসার কাছে ঋণী। এ ঋণ শোধ করার মত নয়। আমার অসুস্থতার কথা শুনে যাদের সামর্থ ছিলো তারা ঢাকায় হাসপাতালে গিয়ে দেখে এসেছেন। অনেকে বাড়ি বসে আমার জন্য দোয়া করেছেন। আপনারা আমাকে এতো ভালবাসেন যে আমার আসার কথা শুনে দেখতে চলে এসেছেন। তিনি আরও বলেন, মানুষ মাত্রই ভুল হয়, যদি কারো কাছে কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি বেশ সুস্থ তবে শরীরটা দুর্বল। আপনারা আমার জন্য দোয়া করবেন। যাতে করে আপনাদের সকলকে সাথে নিয়ে চলাফেরা করতে পারি। আপনারা দোয়া করবেন আমি যাতে পুরোপুরি সুস্থ হয়ে আপনাদের সুখে-দুঃখে একসাথে থাকতে পারি, একসাথে কাজ করে যেতে পারি।

সভায় সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি মজিবর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদউজ্জামান লিটু, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশরফ আলী চন্দন, জেলা আ.লীগের সদস্য পিপি অ্যাড. বেলাল হোসেন, সদস্য দেলোয়ার হোসেন, সদর উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, জেলা শ্রমিকলীগের সভাপতি আফজালুর রহমান, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি হাজি আজিজুল হক, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফীন আলম রঞ্জু, সিরাজুল ইসলাম আসমান, আব্দুল কাদের, রাশিদুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, মহিলা নেত্রী রিনা খাতুন, শেফালি খাতুন, সাথী, কাজল রেখা, যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা গিণি ইসলাম, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক জহুরুল আলম জবির, পদ্মবিলা ইউনিয়ন আ.লীগের সভাপতি খাজা শাহাবুদ্দিন, শঙ্করচন্দ্র ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নিলুয়ার হোসেন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আলম ম-ল, গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাজু, তিতুদহ ইউপি চেয়ারম্যান শুকুর আলী, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান হাজি আবুল কালাম আজাদ, সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখ, ব্যবসায়ী ও আ.লীগ নেতা আক্কাচ আলী, তেতুল শেখ কলেজের অধ্যক্ষ মারফুল হক, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, বদরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, আইলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজাল হকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুতুবপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More