স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার পাওয়া চুয়াডাঙ্গার ৩১ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ১১ জনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৩ জনের করোনা শনাক্ত হলো। গতকাল আরও ৪৫ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে পাওয়া রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গতকাল নমুনা পরীক্ষার নতুন ৩১টি ফলাফল আসে। এর মধ্যে ১১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়। এদিন সুস্থ হয়েছেন ২৬ জন। এ পর্যন্ত সুস্থ হলেন ৯৫৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬ জন, আলমডাঙ্গা উপজেলায় ৩ জন ও জীবননগর উপজেলায় ২ জন। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ২৩ জন, নিজ বাড়িতে হোম আইসোলেশনে ৩০২ জন এবং ঢাকায় ৬ জন চিকিৎসা নিচ্ছেন।