চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত আরও ৫ জন শনাক্ত : দেশে মৃত্যু ২৪ ঘণ্টায় ৩১

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৫ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২ জন। বৃহস্পতিবার (১৩ মে) শনাক্তকৃত ৫ জনের মধ্যে দুজনের বাড়ি আলমডাঙ্গা উপজেলা শহরের কলেজপাড়া, দুজনের বাড়ি জীবননগরের নিধিকু-ুপুর ও একজনের বাড়ি জীবননগরেরই আলীপুরে।
বৃহস্পতিবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ নতুন কারো নমুনা সংগ্রহ করেনি। পূর্বের প্রেরিত ২৪ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮শ ৯৫ জন। বৃহস্পতিবার দুজনের সুস্থতা নিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৭শ ৭৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫৯ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৬৩ জন। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৬ জন, আলমডাঙ্গা উপজেলার ৬ জন, দামুড়হুদা উপজেলার ১৫ জন, জীবননগর উপজেলার ১৬ জন। সদর উপজেলার ২৬ জনের মধ্যে ২০ জন বাড়িতে ৩ জন হাসপাতালে তিনজন রেফার্ড রয়েছেন। আলমডাঙ্গা উপজেলার ৬ জনের মধ্যে ৫ জন বাড়িতে একজন হাসপাতালে, দামুড়হুদা উপজেলার ১৫ জনের মধ্যে একজন হাসপাতালে বাকি ১৪ জন হাসপাতালে আইসোলেশনে রযেছেন। জীবননগর উপজেলার ১৬ জনের সকলেই নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।
প্রসঙ্গত: দেশে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিে দেশে মোট মৃতের সংখ্যা সরকারি হিসেবে ১২ হাজার ৭৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন নতুন ১ হাজার ২শ ৯০ জন। ১৩ হাজার ৪শ ৭১ জনের নমুনা পরীক্ষা করে এ সংখ্যক রোগী শনাক্ত হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More