চুয়াডাঙ্গায় লকডাউন অব্যাহত রেখে নমুনা পরীক্ষা বৃদ্ধির তাগিদ

জেলা প্রশাসন চুয়াডাঙ্গা পৌর এলাকা ও সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নে লকডাউন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ (২৬ জুন) শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলার সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস ,পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক ও জ্যেষ্ঠ সাংবাদিক শাহ আলম সনি বক্তব্য রাখেন।
সভায় গত এক সপ্তাহে লকডাউনের পর্যালোচনা করা হয়। এসময় বেশিরভাগ বক্তা লকডাউন সফল হয়েছে বলে মন্তব্য করেন। তবে, ইজিবাইকের অবাধ চলাচল ও করোনা বৃদ্ধির ঘটনায় সকলেই উদ্বেগ প্রকাশ করেন। বর্তমান পরিস্থিতিতে দৈনিক দুই থেকে তিনশজনের নমুনা পরীক্ষার আহŸান জানানো হয়।
সিভিল সার্জন জনবল স্বল্পতার সত্যতা নিশ্চিত করে বলেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত টেকনিক্যাল পারসনদেরকে দক্ষ করে তৈরি করে নমুনা পরীক্ষার চিন্তভাবনা চলছে। জেলা প্রশাসক লকডাউন সফল করতে সকলের সহযোগিতা কামানা করেন। গত ২০ জুন থেকে চুয়াডাঙ্গা পৌর এলাকা ও সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নে লকডাউন শুরু হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More