জীবননগরের অটোরাইচ মিলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর পেয়ারাতলা গ্রামে চালকলের বয়লার বিস্ফোরণে ফয়সাল হোসেন (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার বেলা সোয়া ১১টার দিকে পেয়ারাতলা মা-বাবা অ্যাগ্রো ফুড নামের ওই চালকলে এ বিস্ফোরণ ঘটে। নিহত ফয়সাল হোসেন পার্শ্ববর্তী লক্ষ্মীপুর গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। চালকলটির মালিক পেয়ারাতলা গ্রামের মো. আলাউদ্দিন মিয়ার ছেলে মো. শাহজাহান মিয়া।
ঘটনার প্রত্যক্ষদর্শী চালকলশ্রমিক মো. রাকিব হাসান বলেন, সকাল থেকে চালকলের বয়লারে সমস্যা দেখা দেয়। বেলা সোয়া ১১টার দিকে ফয়সাল বয়লার মেরামত করছিলেন। এ সময় সেটিতে বিস্ফোরণ ঘটলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল খালেক বলেন, নিহত শ্রমিক ফয়সালের পরিবার মামলা করতে আগ্রহী নয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, ধানকলের বয়লার স্থাপনের পর বিস্ফোরক অধিদফতর থেকে নিয়মিত পরীক্ষা নিরীক্ষার কথা থাকলেও জীবননগরে দীর্ঘদিন ধরে এটা করা হয়নি। ফয়সালের মৃত্যুর ঘটনায় চালকলের বয়লারের ত্রুটি ছিলো কি না, তা খতিয়ে দেখা দরকার।
চালকলটির কোনো ত্রুটি ছিলো কি না, তা খতিয়ে দেখা হবে জানিয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক শহিদুল হক বলেন, চুয়াডাঙ্গায় ৯ মাস ধরে আছেন। তার জানামতে, বিস্ফোরক অধিদফতরের কোনো পরিদর্শকদল আসেনি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More