সীমান্তে বিরাজমান সমস্যা নিরসনে ফলপ্রসূ আলোচনা

দর্শনায় বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

দর্শনা অফিস: দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে দিনভর বৈঠক হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে দর্শনা জয়নগর সীমান্তে বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা ১১ টার দিকে বিএসএফ’র প্রতিনিধিদল গাড়ি বহর যোগে জয়নগর সীমান্তে পৌঁছুলে বিজিবির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি বিএসএফর পক্ষ থেকে বিভিন্ন প্রজাতীর গাছের চারা উপহার দেয়া হয় বিজিবি-কে। বিএসএফ প্রতিনিধিদলকে গার্ড অব অনার প্রদান করে বিজিবির একটি চৌকস দল। আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয় বৈঠক। সাড়ে ১২টার দিকে মধ্যহ্নভোজ বিরতির পর ফের বৈঠকে মিলিতি হয় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিদল। বিকেল ৫টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মুহিউদ্দিন জাবেদ পাটোয়ারি ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী অমরিশ কুমার আর্য্য। বিজিবির পক্ষে ২০ জন ও বিএসএফের পক্ষে ২০ জন বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে বিজিবির কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মুহিউদ্দিন জাবেদ পাটোয়ারি জানান, সীমান্ত বৈঠকে দুদেশের দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ বন্ধ, নারী এবং শিশু পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে সীমান্তে শান্তিপূর্ণ স্থিতিবস্থা ও আইনশৃক্সখলা রক্ষায় একমত হন উভয় দেশের সেক্টর কমান্ডাররা। বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে সীমান্ত সমস্যা সমাধানে সহমত ব্যক্ত করেন দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। বৈঠকে বিজিবির পক্ষে আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্ণেল শাহ মোহাম্মদ ইসতিয়াক, ঝিনাদহ মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্ণেল শাহিন আজাদ, যশোর-৪৯ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মিনহাজ সিদ্দিকী।

অপরদিকে ভারতীয় বিএসএফের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, কমান্ড্যান্ট শ্রী সুদীপ কুমার, ৮২ বিএসএফের কমান্ড্যান্ট শ্রী সঞ্জয় কুমার, ১০৭ বিএসএফের কমান্ড্যান্ট শ্রী সুনিল কুমার, প্রশাসনিক দলের প্রধান ইন্সপেক্টর থিয়াগ রাজন, সাব ইন্সপেক্টর অমিত কুমার দাস প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More