পথচারীকে কুপিয়ে ও মারধর করে টাকা ও মোটরসাইকেল লুট

গাংনীর সাহারবাটি সড়কে ধারালো অস্ত্রশস্ত্র দেখিয়ে ডকাতদলের গতিরোধ

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর সাহারবাটি মাঠের সড়কে গতিরোধ করে একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। একইসাথে ডাকাতের ধারালো অস্ত্রের কোপে রক্তাত্ব জখম হয়েছেন মোটর সাইকেল চালক সাদ্দাম হোসেন (৩৬)। গতরাত সাড়ে ৯টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। আহত সাদ্দাম হোসেন গাংনী পৌরসভার ৮নং ওয়ার্ডের বাগানপাড়ার সিদ্দিক মিয়ার ছেলে।

আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় সাদ্দাম ও তার প্রতিবেশী লাভলু মোটর সাইকেলযোগে ঘুরতে বের হন। গাড়াডোব-সাহারবাটি সড়কে মাঠের মধ্যে কালভার্টের কাছে পৌঁছুলে ৬/৭ জন ডাকাত তাদের গতিরোধ করে। ধারালো অস্ত্রসস্ত্র দেখিয়ে তাদের জিম্মি করে। চোখ বেঁধে মাঠের মধ্যে নিয়ে যায় সাদ্দাম ও লাভলুকে। এসময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং একটি হোন্ডা হর্নেট ১৫০ মোটরসাইকেল (টিয়া রঙের) ছিনিয়ে নেয় অস্ত্রধারী ডাকাতরা। যাওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে সাদ্দামের পিঠে কোপ দেয় এবং লাভলুকে মারধর করে। ডাকাত সদস্যরা তাদেরকে মাঠের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। পরে সাদ্দাম ও লাভলুর চিৎকারে পথচারী কয়েকজন এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে গাংনী হাসপাতালে প্রেরণ করে। সাদ্দাদের পিঠে জখমস্থলে কয়েকটি সেলাই দেয়া হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। ডাকাতি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও ডাকাত আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। এদিকে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন সাবেক এমপি মকবুল হোসেন ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মুকুল।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More