দর্শনা সুলতানপুরের আশরাফ আলী ফেন্সিডিলসহ র্যাব’র হাতে ধরাপড়েছে। শনিবার (১ মে) সকাল ১০টার দিকে তাকে দামুড়হুদা-দর্শনা সড়কের লোকনাথপুর নামকস্থান থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৬৯ বোতল ফেন্সিডিল। পরে তাকে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। শেষে তাকে মামলাসহ দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া করে র্যাব।
র্যাব জানিয়েছে, র্যাব-৬ এর ঝিনাইদহ সিপিসি=২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দীনের নেতৃত্বে একটি চৌকস অভিযানিকদল সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায় অভিযান শুরু করে। এ সময় হাতে নাতে ধরাপড়ে আশরাফ আলী (৪৮)। ভারত থেকে পাচার করে আনা ফেন্সিডিল দেশের অভ্যন্তরে পাচার করছিলো সে। আটক আশরাফ আলী সুলতানপুর মধ্যপাড়ার মৃত সোলেমন মণ্ডলের ছেরে। তার বিরুদ্ধে মামলাসহ দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পূর্ববর্তী পোস্ট
ভারতে চিকিৎসা নিতে গিয়ে করোনায় মারা গেলেন কুষ্টিয়ার গৃহবধু স্মৃতির
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ