ভ্যাট কর্মকর্তাদের অপসারণ চেয়ে সাত দিনের আল্টিমেটাম

চুয়াডাঙ্গায় ভ্যাট আদায়ের নামে মামলা দেয়ার হুমকিসহ মানসিক লাঞ্ছনার অভিযোগে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ভ্যাট আদায়ের নামে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত অভিযান, হিসেবের খাতাপত্র জব্দ, ব্যবসায়ীদেরকে মামলা দেয়ার হুমকিসহ মানসিক লাঞ্ছনার অভিযোগ তুলে ভ্যাট কর্মকর্তাদের অপসারণ দাবি করেছেন ব্যবসায়ীরা। দেয়া হয়েছে সাত দিনের আল্টিমেটাম। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে জেলা পরিবেশক সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। ঘুষ বাণিজ্য বন্ধ ও ন্যায় বিচারের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা পরিবেশক সমিতির সভাপতি সালাউদ্দিন চান্নু। লিখিত বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলা শহরের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে জেলার ভ্যাট কর্মকর্তাদের প্রতিনিয়ত ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা, হিসেবের খাতাপত্র জব্দ, অফিসে নিয়ে যাওয়া, মামলার হুমকি, কোটি টাকার মামলা, নিয়মিত নির্ধারিত ভ্যাট দেয়া স্বত্বেও মোট অঙ্কের টাকা ঘুষ দাবিসহ নানা কারণে অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন ব্যবসায়ীরা। ভ্যাট কর্মকর্তারা প্রতিনিয়ত মানসিকভাবে লাঞ্ছিত করছে ব্যবসায়ীদের। চুয়াডাঙ্গার বর্তমান ভ্যাট কর্মকর্তারা ভ্যাট আদায়ের নামে সাধারণ ব্যবসায়ীদের সাথে জোর জবরদস্তি করছেন। তারা ব্যবসা প্রতিষ্ঠানে এসে কর্কশ ভাষায় কথা বলছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, বাংলাদেশের প্রচলিত ভ্যাট আইন মেনেই তারা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু ভ্যাট আদায়ের নামে ঘুষ বাণিজ্য করা হচ্ছে। মামলার হুমকি দেয়া হচ্ছে। ভ্যাট উপ-কমিশনার, সুপার, ইন্সপেক্টরসহ অভিযুক্ত অন্য ভ্যাট কর্মকর্তাদের আগামী সাত দিনের মধ্যে চুয়াডাঙ্গা থেকে বদলি করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এরই প্রতিবাদে ভ্যাট কর্মকর্তার (উপ-কমিশনার) অপসারণ, ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে জনপ্রতিনিধি, প্রশাসন ও দেশের বড় বড় ব্যবসায়ী সংগঠন বরাবর স্মারকলিপি পেশ করা হয়। যে সকল জনপ্রতিনিধি, প্রশাসন ও ব্যবসায়ী সংগঠন বরাবর স্মারকলিপি দেয়া হয় সেগুলো হলো চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা পুলিশ সুপার, যশোর কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট, বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও সভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি। জেলা পরিবেশক সমিতির আয়োজনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা ও চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন। এছাড়া চুয়াডাঙ্গার চার উপজেলার ব্যবসায়ীরাও এতে একাত্মতা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, সিনিয়র সহসভাপতি শাহরিন হক মালিক, সহসভাপতি মুঞ্জুরুল আলম মালিক, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর কাদের জগলু, সহসভাপতি শাহাবুদ্দিন মল্লিক, সামসুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম রিংকু জোয়ার্দ্দারসহ দামুড়হুদা, জীবননগর আলমডাঙ্গা, দর্শনা, ভালাইপুরসহ অন্যান্য এলাকার ব্যবসায়ীক নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে এছাড়াও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More