মেহেরপুরে আরও ৪ জন করোনা আক্রান্ত
মেহেরপুর অফিস : মেহেরপুরে আরও চারজন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগির সংখ্যা ২৬ জন। নতুন আক্রান্ত চারজনের মধ্যে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলায় একজন করে এবং গাংনী উপজেলার দুইজন বাসিন্দা রয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫ টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস আরো জানায়, কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা শেষে এদিন রাতে নতুন ২১ টি রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে চারজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল নেগেটিভ হয়। এ নিয়ে এ পর্যন্ত মেহেরপুর জেলায় ৬ হাজার ৫৬২ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় সর্ব মোট ৯০৬ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৭৯৩ জন সুস্থ্য হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪৪৮ জন, গাংনী উপজেলায ২৫৩ জন ও মুজিবনগর উপজেলায় ৯২ জন রয়েছেন। এছাড়া এ বাকি চকিৎসাধীন ২৬ জনের মধ্যে সদরে ১৩ জন, গাংনী উপজেলায় নয়জন ও মুজিবনগর উপজেলায় চারজন রয়েছেন। মারা গেছেন ২১ জন। মারা যাওয়া ২১ জনের মধ্যে সদর উপজেলার ১৩ জন, গাংনী উপজেলার ছয় জন ও মুজিবনগর উপজেলার দুই জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬৬ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৯ জন, গাংনী উপজেলার ১৫ জন ও মুজিবনগর উপজেলার দুই জন রয়েছেন।