মেহেরপুরে ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচি, চুয়াডাঙ্গায় পুলিশি বাধা

নূরে আলম হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি

স্টাফ রিপোর্টার: মেহেরপুরে ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হলে চুয়াডাঙ্গায় ছাত্রদলের পৃথক বিক্ষোভ মিছিলে পুলিশি বাধায় প- হয়েছে। ভোলায় বিএনপির মিছিলে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম হত্যার প্রতিবাদে কেন্দ্রেীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে। চুয়াডাঙ্গায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করতে পারলেও সভাপতি মো. শাহাজান খানের অনুষ্ঠানে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। নূরে আলম হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন,  সারাদেশে হত্যাকা-, গুম ও খুনের রাজনীতি বন্ধ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানাচ্ছি। বক্তরা বলেন, শহীদ নূরে আলমের রক্তের সিঁড়ি বেয়ে দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সংঘটিত হবে। ছাত্রদলের নেতৃত্বেই স্বৈরাচারের পতন ঘটেছিলো, এ স্বৈরাচার অবৈধ সরকারেরও পতন অতি সন্নিকটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যেদিন এক দফা আন্দোলনের চূড়ান্ত ডাক দেবেন সেদিন ছাত্রদলকে কোনো বুলেটই প্রতিরোধ করতে পারবে না। শহীদ নূরে আলমের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবী জানাচ্ছি।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহজাহান খানের নেতৃত্বে বিকেলে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কোর্টমোড়ে পৌঁছুলে পুলিশি বাধায় পড়ে। সেখান থেকে ফিরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সামবেশের আয়োজন করলে সেখানেও পুলিশ বাধা দিয়ে প- করে দেয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহাবুদ্দিন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কায়েস আহমেদ, আরিফ আহাম্মেদ, রায়হান, যোগাযোগ বিষয়ক সম্পাদক সৌরভ আরেফিন শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক একরামু হক ইকরা, সমাজ সেবা সম্পাদক আব্দুল লতিফ, আপ্যায়ন বিষায়ক সম্পাদক শুকুর আলী, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওয়ালিদ হাসান, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আল বেলাল, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহাবুব হাসান মাবুদ, দর্শনা পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রানা, জেলা ছাত্রদল নেতা সাইদুর, কামাল, নাশিরুল, আলামিন, পারভেজ, শিহাব হসেন, হাবিব, সজীব, রিয়াদ, রাজু, ইমন, নাটুদাহ ইউনিয়ন ছাত্র নেতা পলাশ, শিশির, রাব্বি, কোড়ালগাছী ইউনিয়ন ছাত্রনেতা আলামিন, রকিব, আকাশ, মামুন, সগর প্রমুখ।

অপরদিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন,  চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার নেতৃত্বে সাহিত্য পরিষদ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশি বাধায় পড়ে। পরে নেতাকর্মীরা সাহিত্য পরিষদ প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সহসভাপতি মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহসভাপতি হুমায়ুন কবির আকাশ, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান ও আরিফ আহমেদ শিপ্লব। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ বুদ্দীন, আশিকুর রহমান, শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক সাইমুম আহমেদ ইকবাল, সাইমুজ্জামান মিশা, আহাদ আলী রাজা, জমির উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, শাহাজান আলী সান, নাজমুস সাকিব, সহসাংগঠনিক সম্পাদক স্বাধীন শেখ, খন্দকার ইভেন, সহ ছাত্র ও বৃত্তিকল্যাণ সম্পাদক রফিক হোসেন, সহ যোগাযোগ সম্পাদক নাজমুল হুসাইন, সদস্য শোয়েব তিতাস, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, যুগ্ম আহ্বায়ক মাহফুজ আহমেদ, আমিনুল ইসলাম সৌরভ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আমির সোহেল, হাসানুজ্জামান রাজ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইমুম আরাফাত, যুগ্ম-আহ্বায়ক রকিবুল হাসান, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা, বকুল হোসেন, রকিবুল হাসান টগর, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান রাজু, আলমডাঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম লিমন, দর্শনা থানা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, যুগ্ম-আহ্বায়ক রাসেল হুসাইন রিয়েল, শহীদ ইসলাম সুজন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আল মামুন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মুফাজ্জেল হোসেন মুফা, নুর উদ্দীন ও দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম.ডি.কে সুলতান।

মেহেরপুর অফিস জানিয়েছে, ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত ও ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম সহ অর্ধশতাধিক নেতা-কর্মী গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুর জেলা ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল আহসানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মাসুদ অরুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আকিব জাভেদ সিনজিন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা নাজমুল প্রমুখ। এর আগে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে মেহেরপুর সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাজিব, গংনী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজেদুর রহমান বিপ্লব, সদস্য সচিব রিপন হোসেন, মুজিবনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আফিরুল ইসলাম, মেহেরপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক তৌফিক এলাহী, সদস্য সচিব জার্জিস ইউসুফ রমিক, গাংনী পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব শিশির আহমেদসহ ছাত্রদলের নেতৃবৃন্দ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More