মেহেরপুরে নতুন তিনজন করোনা আক্রান্ত
মেহেরপুর অফিস: মেহেরপুরে নতুন করে আরও তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর সংখ্যা ২১ জন। আক্রান্ত তিনজনের মধ্যে সদর উপজেলার বাসিন্দা দুজন ও গাংনী উপজেলার বাসিন্দা একজন রয়েছেন। গতকাল রোববার বিকেল ৫টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস আরো জানায়, কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা শেষে এদিন রাতে নতুন ছয়টি রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে তিনজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল নেগেটিভ হয়। এনিয়ে এ পর্যন্ত মেহেরপুর জেলায় ৬ হাজার ৬১৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় সর্বমোট ৯১০ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৮০৩ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪৫৬ জন, গাংনী উপজেলায় ২৫৫ জন ও মুজিবনগর উপজেলায় ৯২ জন রয়েছেন। এছাড়া বাকি চিকিৎসাধীন ২১ জনের মধ্যে সদরে ৭জন, গাংনী উপজেলায় ৯জন ও মুজিবনগর উপজেলায় পাঁচজন রয়েছেন। মারা যাওয়া ২০ জনের মধ্যে সদর উপজেলার ৯জন, গাংনী উপজেলার ৯জন ও মুজিবনগর উপজেলার দুইজন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬৬ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৯ জন, গাংনী উপজেলার ১৫ জন ও মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন।