সোশ্যাল মিডিয়ায় খারাপ ছবি বা ভিডিও পোস্ট না করার আহ্বান

স্টাফ রিপোর্টার: ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই সেøাগানকে সামনে রেখে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে আমরা সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করি। এ দেশ একটি অ¯প্রদায়িক দেশ। গুটি কয়েক দুস্কৃতকারী সাম্প্রদায়িকতার ধোয়া তুলে বিশৃংখলার সৃষ্টি করছে। তাদের রুখতে হবে আপনার-আমার ও সকলের। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ অসাম্প্রদায়িক বাংলাদেশ এটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো। কিন্তু কিছু অসাধু লোক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাধার সৃষ্টি করছে। আমাদের সকলের এই বিষয়টি খেয়াল রাখতে হবে। সবাইকে সতর্ক করে বক্তারা বলেন, সোশ্যাল মিডিয়া নিয়মিতভাবে পুলিশের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে। আপনি বা আপনার পরিবারের সদস্য যারা আছেন তারা কেউ যেনো সোশ্যাল মিডিয়ায় খারাপ ছবি বা ভিডিও পোস্ট করবেন না। খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। উস্কানীমূলক পোস্ট, বাজে কমেন্টকারীকে খুজে বের করতে প্রতিনিয়ত কাজ করছে পুলিশের ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’। এ সময় বক্তারা আরও বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। এই সম-অধিকারের বাংলাদেশকে কেউ যদি বিভাজন করার অপচেষ্টা করে, তারা জাতির শত্রু, রাষ্ট্রের শত্রু, মানবতার শত্রু। এই সাম্প্রদায়িক শত্রুদের সব সময় পরাজিত করবে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল বিটে একযোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলার ৫৩টি বিটে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর থানাধীন ৫নং বিট আলুকদিয়ায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন পিপিএম বার।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলার সকল বিটে একযোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলার সকল বিটে একযোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা পৌর সভার ৩নং বিটের গোবিন্দপুর নওদাবন্ডবিল এতিমখানা ও লিল্লাহ বোডিং চত্বরে আয়োজন করা হয় এ সমাবেশের। সভাপতিত্ব করেন আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, গোবিন্দপুর নওদাবন্ডবিল এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের সভাপতি হাজি ঠান্ডুর রহমান, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত তুহিনুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন) শেখ মাহবুবুর রহমান, আলমডাঙ্গা আঞ্চলিক মোটর মালিক সমিতির সভাপতি সেকেন্দার আলী, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ^াস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ^জিৎ সাধুখাঁ, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পলাশ আর্চয্য। আলমডাঙ্গা থানার এসআই আব্দুল গাফফারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সদর উদ্দিন ভোলা, আব্দুল গাফফার, ডালিম হোসেন, আশরাফুল হোসেন বাবু, সাইফুল মুন্সি, বিশিষ্ঠ ব্যবসায়ী আসিফ নুর তানিম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন প্রমুখ।
হাটবোয়ালিয়া প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সোমবার বেলা ১১টার হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশের ভাংবাড়িয়া ইউনিয়নের ৪নং বিটে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাটবোয়ালিয়া ক্যাম্পের টুআইসি আবু সাঈদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাদল, ইউপি সদস্য মনোয়ার হোসেন মনা, ইউপি সদস্য রিপন বিশ্বাস, ইউপি সদস্য ইশা খানসহ হাটবোয়ালিয়া ক্যাম্পের সদস্যবৃন্দ।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের আয়োজনে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টার দিকে জেহালা পানহাট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য নজরুল ইসলাম সোনা মিয়া, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানউজ্জামান হান্নান, সহসভাপতি ফজলুল হক, সাবেক সভাপতি আব্দুল আজিজ, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও মুন্সিগঞ্জ নাটমন্দিরের পুরোহিত দেবেন্দ্রনাথ দোবে বাবুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাস্টার, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, জেহালা বণিক সমিতির সভাপতি মহাসিন আলী, হাসিবুল মেম্বার, মুন্সিগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা ইয়ামিন, সোনাতনপুর জামে মসজিদের ইমাম মাও. আতিয়ার রহমান প্রমুখ।
আসমানখালী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার আসমানখালী বাজারে গতকাল সোমবার বেলা সাড়ে ৯টার দিকে জেলা পুলিশে একযোগে সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ ওসি বশির উদ্দীন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন ৮নং বিট ইনচার্জ এসআই নাসির উদ্দীন, আসমানখালী পুলিশ ক্যাম্প ইনচার্জ বজলুর রশিদ, আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মইন উদ্দীন আহমেদ, সহকারী শিক্ষক আব্দুস সামাদ, সুলতানুজ্জামান, মজিবুল হক, নান্দবার সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিল্লুর রহমানসহ এলাকার সুধীজনেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম রেজা।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় বিট পুলিশের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দর্শনা পৌর শহরের মেমনগরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস। দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন দর্শনা পৌর প্যানেল মেয়র রেজাউল ইসলাম, বিট অফিসার এসআই আহম্মদ আলী বিশ্বাস, সহকারী বিট অফিসার এসআই নাজিম উদ্দিন, আ.লীগ নেতা মোমিনুল ইসলাম, মোজাহারুল ইসলাম, হাজি আয়ূব আলী রাজু, হিন্দু সম্প্রদায় নেতা উত্তম রঞ্জন দেবনাথ, অনন্ত সান্তারা মঙ্গল, আ.লীগ নেতা সোলায়মান কবির, এমএ ফয়সাল। সাংবাদিক হানিফ ম-লের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, ফজলুল হক, আজিজুল হক, শিক্ষক ইকরামুল হক, ফলেহার, আব্দুল কুদ্দুস, আশুতোষ প্রমুখ।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা ইউপি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কার্পাসডাঙ্গা বিট পুলিশের ব্যবস্থাপনায় জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিক্ষক শফিকউর রহমান। প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এমএ জলিল, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, বাসুদেব, জয়ন্ত ম-ল এ সময় উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম মিন্টু, ইউপি সদস্য আব্দুল হাকিম, সিরাজুল ইসলাম, আসলাম উদ্দিন, হেয়ার প্রসেসিং সভাপতি হাসিবুজ্জামান শহিদ বিশ্বাস, বাজার দোকান মালিক সমিতির সভাপতি এমদাদুল হক ইমন, খলিলুর রহমান, আব্দুল হান্নান। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই আতিকুর রহমান জুয়েল।
আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, জীবননগরের আন্দুলবাড়িয়ায় বিট পুলিশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ, র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশ শেষে র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে এসে শেষ হয়। ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে সমাবেশ ও আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর থানার ওসি আব্দুল খালেক। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধুর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ইসলামী ফাউন্ডেশনের প্রশিক্ষক মোহাম্মদ আমির হোসেন, আন্দুলবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম আশরাফুজ্জামান টিপু, প্রচার সম্পাদক শেখ আতিয়ার রহমান, সাবেক প্রচার সম্পাদক মোল্লা আলতাব হোসেন ফেলা প্রমুখ। অন্যদের মধ্যে জীবননগর থানার ওসি (তদন্ত) স্বপন কুমার দাস, শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই জমির হোসেন, এএসআই ইন্দ্রজিৎ হালদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মীর মকলেচুর রহমান টজো, ক্রীড়া সংস্থার সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় হালদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, খান তারিক মাহম্মুদ, যুবলীগ সভাপতি শেখ বিল্লাল হোসেন, বাজার কমিটির সভাপতি মুন্সি আমিনুল ইসলাম কবু, যুবলীগ নেতা সামসুজ্জোহা, ছাত্রলীগ সভাপতি এসএম নাসিম রেজাসহ বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও কেডিকে ১১নং বিট পুলিশের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশ, র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে এ সমাবেশ, র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসআই সোলায়মান হোসেন, এএসআই উত্তম কুমার, ইউপি সদস্য খাশিয়ার রহমান মিঠু, কায়দার রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, যুবলীগ নেতা আব্দুল কাদের, শঙ্কর প্রামাণিক ও হাজরী পাল প্রমুখ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর থানা পুলিশের আয়োজনে বাগোয়ান ইউনিয়নে ৪নং বিট পুলিশিংয়ের উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলা আনন্দবাস বাজার চত্বরে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জামিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. অপু সরোয়ার, মুজিবনগর ওসি মো. আব্দুল হাশেম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মুজিবনগর থানা ইনচার্র্জ (তদন্ত) মো. শরিফুল ইসলাম।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More