২০ ঘন্টার ব্যবধানে পৃথক দুর্ঘটনায় ঝিনাইদহে মেডিকেল ছাত্রসহ নিহত ৩

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ

২০ ঘন্টার ব্যবধানে ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন মেডিকেলছাত্রসহ তিনজন নিহত হয়েছে। হরিণাকুন্ডু, ঝিনাইদহ সদর ও কোটচাঁদপুর উপজেলায় পৃথক এই দৃর্ঘটনা ঘটে। হরিণাকু-ু উপজেলার পারদখলপুর নামক স্থানে মটরসাইকেল দূর্ঘটনায় শামসুজ্জামান দিপু (২১) নামে এক মেডিকেলের ছাত্র নিহত হন।

নিহত দিপু উপজেলার দখলপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজে এমবিবিএস অধ্যয়নরত ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাধুহাটি তৈলটুপি সড়কের পারদখলপুর এলাকায় রাস্তার উপর পড়ে থাকা গাছের সাথে ধাক্কা লঅগলে এ দূর্ঘটনা ঘটে। স্থানিয়রা জানায়, দিপু হরিণাকুন্ডু উপজেলা শহর থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে আম্পানের প্রভাবে রাস্তার উপর হেলেপড়া একটি গাছের সাথে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানিয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জিল্লুর রহমান মৃত ঘোষনা করেন। ডাঃ জিল্লুর রহমান জানান, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। মাথায় ও বুকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হওয়ায় দিপুর মৃত্যু হয়েছে বলে তিনি জানান। হরিণাকু-ু থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে হরিণাকু-ু থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে কোটচাঁদপুরের গোবিন্দপুর গ্রামে মঙ্গলবার দুপুরে ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মিলন (৫৫) নামে একজন জন নিহত হয়েছেন। তার বাড়ি যশোরের রুপদিয়া এলাকায়। তিনি হোসেন আলীর মেয়ে বিয়ে করে কোটচাঁদপুরের সুয়াদি গ্রামে ঘরজামাই থাকতেন। এদিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী বারো মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বুধবার নিহত হয়েছেন চুয়াডাঙ্গার জিবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া দৌলতপুর গ্রামের আকবর আলী। এ সময় আহত হন আলমসাধু চালক আন্দুলবাড়ীয়া দোহাটি গ্রামের রেজাউল ইসলাম। প্রত্যাক্ষদর্শীরা জানান, সকালে একটি পিকআপের সাথে আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আকবর আলী নিহত হন। ঝিনাইদহের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলিপ কুমার সরকার খবরের সত্যতা নিশ্চত করেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More